প্রচণ্ড শীতে প্রতিবন্ধীদের কম্বল বিতরণ পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসির-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৭ জানুয়ারি

শনিবার

কদমতলা প্রতিনিধিঃ মানসিক প্রতিবন্ধীদের শীতবস্ত্র তুলে দিলেন পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি।

রাজ্য পুলিশের ডিআইজি ও করিমগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে আজ ওসি সমরজিৎ বসুমাতারি পাথারকান্দি থানা এলাকার বিভিন্ন গ্রামের মোট ১৫ জন প্রতিবন্ধীদের সঙ্গে মিলিত হয়ে ব্যাক্তিগত 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তহবিল থেকে তাঁদের হাতে একটি করে কম্বল তুলে দেন। পরে এ সম্পর্কে কথা বলতে গিয়ে ইন্সপেক্টর 

ওসি সমরজিৎ বসুমাতারি বলেন, প্রচণ্ড শীতে অসহায়  প্রতিবন্ধীদের মধ্যে একটি করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu