সবুজ ত্রিপুরা
১৩ জানুয়ারি
শুক্রবার
সংবাদ প্রতিনিধিঃ বড়গোল গ্রামে উত্তর ত্রিপুরার নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ও আমটিলা বড়গোল পাইওনিয়র ইয়থ ক্লাবের পরিচালনায় ৩ দিনের শ্রমদান শিবিরের মাধ্যমে ক্লাব প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ মুক্ত মঞ্চ তৈরি হয়, আজ তিন দিবসীয় শ্রমদান শিবিরের শুভ
সমাপ্তি অনুষ্ঠানে সেই মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী টিংকু রায় । আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মাননীয় সুব্রত দেব, বড়গোল গ্রামের প্রধান মাননীয় হেমন্ত কুমার নাথ, জাতীয় পুরস্কার প্রাপ্ত সমাজসেবী শ্রী নিরঞ্জন নাথ, উত্তর জেলা নেহরু যুব কেন্দ্রের প্রাক্তন জাতীয় স্বেচ্ছাসেবক শ্রী রনদ্বীপ রুদ্রপাল, ক্লাবের সি.ই.ও. প্রদীপ নাথ, ক্লাবের সভাপতি মিহির নাথ সহ বিশিষ্ট অতিথিরা। সারাদিন ব্যাপী চলা এদিনের অনুষ্ঠানে স্বাগত আলোচনা রাখেন ক্লাবের সভাপতি মিহির নাথ, উনি উনার আলোচনায় উপস্থিত অতিথি এবং শ্রমদান শিবিরে অংশগ্রহণকারীদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন,
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মুক্ত মঞ্চ তৈরিতে সহায়তা করার জন্য বড়গোল জিপি এবং উত্তর ত্রিপুরা জেলা নেহরু যুব কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উনার পর আলোচনা রাখেন টিআইডিসি'র চেয়ারম্যান শ্রী টিংকু রায়, উনার আলোচনায় উনি সাংস্কৃতিক গ্রাম বড়গোলের অন্তর্গত এই ক্লাবের রক্তদান সহ সকল সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রসংশা করেন, এবং আগামী দিনে এই নতুন মঞ্চ সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশ্বাস ব্যক্ত করেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত সমাজসেবী শ্রী নিরঞ্জন নাথ উনার আলোচনায় সামাজিক কাজে উত্তর জেলার প্রথম স্থানা অর্জন করার পাশাপাশি সারা রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করায় পাইওনিয়র ইয়থ ক্লাবের সকল সদস্যদের অভিনন্দন জানান এবং আগামীদিনেও যুব সমাজ যেন সমাজসেবায় একইভাবে এগিয়ে আসে তারজন্য আহ্বান করেন। কদমতলা থানার ওসি শ্রী সুশান্ত দেব নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ক্লাবের উদ্যোগে যুব সমাজকে নিয়ে সংস্কৃতি চর্চা এবং খেলাধূলার আয়োজনের পাশাপাশি রক্তদান শিবিরের মতন
সামাজিক কাজে এগিয়ে থাকার জন্য পিওয়াইসি ক্লাব কে ধন্যবাদ জানান। উল্লেখ্যা তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের অন্তিম দিনে অর্থাৎ ১৩ই জানুয়ারি সন্ধ্যায় বিশ্ব সংস্কৃতি দিবস উপলক্ষ্যে এক মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অনুষ্ঠান পরিবেশন করবেন রাজ্যের সুনামধন্য শিল্পিরা।
0 মন্তব্যসমূহ