গাঁজা সহ বাগবাসায় আটক ব‌হির্রা‌জ্যের চার পাচারকা‌রি-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৬ ডিসেম্বর

সোমবার

কদমতলা প্রতিনিধিঃ ব‌হির্রা‌জ্যে পাচা‌রের মু‌খে ত্রিপুরা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে পনেরো কেজি শুকনো গাঁজা সহ চার পাচারকা‌রিকে আটক করে‌ছে বাগবাসা থানার পুলিশ । প্রাপ্ত বিবরণ মতে জানা গে‌ছে শ‌নিবার সকালে অসম-‌ত্রিপ‌ুরা 

রাজ‌্য সীমা‌ন্তের উত্তর ত্রিপুরার বাগবাসা থানার ওসির নিকট এক গোপন খবর আসে যে,সুদূর বিহার রাজ্যের কিছু লোক ত্রিপুরা থেকে বিহারে গাঁজা পাচার করার মতল‌বে র‌য়ে‌ছে।এমন খবর পে‌য়ে বাগবাসা থানার ওসি পার্থ দেব সাদা পোশাকে দলবল নি‌য়ে অভিযান চালান।এতে একটি TR05 2469 নাম্বারের  অটো রিক্সা থানা চত্ত‌রে এ‌লে পু‌লিশ চারজনকে আটক করেছে পুলিশ  । তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে বেশক‌টি প‌্যা‌কে‌টে 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মোট পনেরো কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ।পরে পুলিশ ধৃত‌দের বিরু‌দ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু ক‌রে।এ কা‌ন্ডে ধৃতদের মধ্যে রয়েছে বি রায়(পয়‌ত্রিশ)মোহন রায়(তে‌ত্রিশ)রাজকুমার রায়(বাহান্ন)ও রাজু রায়(বেয়া‌ল্লিশ)।এদের উভ‌য়ের বাড়ি বিহারের বৈশালী জেলায়।পুলিশের প্রাথমিক জেরায় ধৃতরা জানায় যে তারা গাঁজাগু‌লো আগরতলা থে‌কে সংগ্রহ ক‌রে রেলপথে পানিসাগরে আসে।এবং প‌রে সেখান থেকে একটি অটো‌তে করে তারা ধর্মনগর হ‌য়ে চুরাইবা‌ড়ি এলাকা পা‌ড়ি দি‌য়ে পরব‌র্তিতে অন‌্য গা‌ড়ি‌তে 


ক‌রে গুয়াহা‌টি‌তে যাবার মতল‌বে ছিল।কিন্তু তা‌দের সে প্রয়াস ভে‌স্তে যায়।সেই অটোটি ধরা প‌ড়ে পু‌লি‌শের হা‌তে।ধৃত‌দের আগামী কাল র‌বিবার জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মহাকমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu