সবুজ ত্রিপুরা
২৬ ডিসেম্বর
সোমবার
বিশালগড় প্রতিনিধিঃ গতকাল গভীর রাতে তিনটি দোকান ও একটি বাড়িতে চুরি, ঘটনা বিশালগড় বাইদ্যারদিঘি কসবা এলাকায়।ঘটনা বিবরণ জানা যায় গতকাল গভীর রাতে বিশালগড়
থানাধীন বাইদার দিঘি কসবা এলাকায় পাঁচটি দোকানে তালা ভেঙ্গে ৩ টি দোকানে চুরি করে চোরের দল এবং দোকান থেকে মূল্যবান জিনিসপত্র সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয় চোরের দল।পরবর্তী সময়ে সোমবার সকালে দোকানের মালিক দোকান খুলতে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এসে দেখতে পান দোকানের তালা ভাঙ্গা এবং সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড তাদেরকে হতভাগ হয়ে পড়েন ব্যাবসায়িকরা।জানা যায় বাইদ্যারদিঘি কসবা এলাকায় একটি মুদি দোকান সহ দুটি কাপড়ের দোকানে চুরি করতে সক্ষম হয় তাছাড়া একই রাতে বাইদ্যারদিঘি কসবা এলাকায় বাড়িতে চুরের দল হানা দিয়ে
মূল্যবান নগদ অর্থসহ জিনিস নিয়ে পালিয়ে যায়।এই নিয়ে সোমবার সকালে বাইদ্যারদিঘি কসবা এলাকায় দোকানের ব্যবসায়িক সহ বছর বাড়ির মালিক দ্বারস্থ হন বিশালগড় থানায়।বিশালগড় থানার পুলিশ চুরির মামলা হাতে নিয়ে একটি তদন্ত শুরু করে দিয়েছে।
0 মন্তব্যসমূহ