অনুষ্ঠিত হলো নাথ সমাজের মহা সম্মেলন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ ডিসেম্বর

সোমবার

পানিসাগর প্রতিনিধিঃ  ২৫ ডিসেম্বর রবিবার উত্তর ত্রিপুরা জেলায় তিলথৈ মহাপ্রভূর আখড়া প্রাঙ্গনে হবিগঞ্জ নাথসমাজ এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকের সম্মেলনের সভাপতিত্ব করেন নাথ 

সমাজের  সমাজপতি মাননীয় শচীন্দ্র চন্দ্র নাথ মহোদয়, তৎ সঙ্গে উপস্থিত ছিলেন উপ  সমাজপতি মনোরঞ্জন দেবনাথ,উপ সমাজপতি দুলু দেবনাথ, উপস্থিত ছিলেন ট্রিয়ারিং কমিটির সদস্য সুধাংশু কুমার নাথ,রামানন্দ নাথ, দেবেন্দ্র চন্দ্র দেবনাথ,কাজল দেবনাথ, সহ পঞ্চায়েত স্তরের মাতবরগন ও পঞ্চায়েত 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

স্তরের প্রতিনিধিগণ সহ নাথ সমাজের অগণিত এলাকাবাসী। আজকের সম্মেলনের মুখ্য আলোচ্য বিষয় ছিল নাথ সমাজ সহ সমাজের প্রতি প্রত্যেকটা নাগরিকদের সুস্থ সমাজ ব্যবস্থার মাধ্যমে জীবন যাপন ও সমাজের নারীগণদের প্রতি সুরক্ষা,  শিশু সুরক্ষা,  এরূপ 

বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড কে বাস্তবাইতো করা। সমাজের সার্বিক উন্নয়নের  লক্ষ্যে প্রতি তিন বছর অন্তর এরূপ সম্মেলনের আয়োজন করে করা হয়।এই সম্মেলনকে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকগণ সাধুবাদ জ্ঞাপন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu