তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন দোকানিরা ক্রিসমাসের বিভিন্ন পসরা সাজিয়ে রেখে বসে আছে ক্রেতার আশয়-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২১ ডিসেম্বর

বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ আগামী ২৫ই ডিসেম্বর যিশু খ্রীষ্টের জন্মদিন রাজ্যের গ্রাম পাহাড় থেকে সমতল সব অংশের মানুষজনরা প্রভু যীশুখ্রীষ্টের জন্মদিনটি বেশ ঘটা করে পালন করে থাকে। 

তাই এ বছর ও যিশুখ্রিস্টের জন্ম দিবস পালিত হবে। তার জন্য তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন দোকানিরা ক্রিসমাসের বিভিন্ন পসরা সাজিয়ে রেখে বসে আছে 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ক্রেতার আশয়। ওইসব পসরা গুলির মধ্যে ক্রিসমাস ট্রি, স্যান্টাক্লজ , ক্রিসমাস স্টার সহ রকমারির রকমারি সামগ্রী নিয়ে ক্রেতার আশায় বসে আছে। 

অন্যদিকে বিভিন্ন বেকারি গুলিতে সাদ যুক্ত কেক তৈরি করছেন বিক্রেতারা ক্রিসমাস কে সামনে রেখে। এ ব্যাপারে এক দোকানি বলেন এখন পর্যন্ত তেমন ক্রেতার দেখা না মিললেও আগামী ৪/৫ দিনে ক্রেতারা ক্রিসমাসের সামগ্রি ক্রয় করতে উপচ্ছে পড়া ভিড় জমাতে পারে বলে আশাবাদী ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu