কিষান মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২১ ডিসেম্বর

বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ  ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে বুধবার সকালে তেলিয়ামুড়া বাজারে স্বচ্ছ ভারত অভিযান 

কর্মসূচি পালন করা হয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতবর্ষ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে সফল করার অঙ্গ হিসেবে এই স্বচ্ছতা। সারা রাজ্য জুড়ে কিষান মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত কর্মসূচি 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে বুধবার সকালেও কিষান মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে এই স্বচ্ছ ভারত অভিযান। এদিনের এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষাণ মোচার রাজ্য সভাপতি জহওর সাহা, 
অসম ও ত্রিপুরার কৃষাণ মোর্চার দায়িত্ব প্রাপ্ত  ডঃ রেড্ডি সহ কিষান মোর্চা খোয়াই জেলা সভাপতি জীবন সরকার সহ তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর ও অন্যান্যরা এদিন মূলত তেলিয়ামুড়ার বাজার হাট সাফাই করতে দেখা যায় ভারতীয় জনতা পার্টি কৃষান মোর্চার নেতৃত্বদের ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu