বেহাল অবস্থা কালভার্টের সংস্কারের নেই কোন উদ্যোগ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৪ ডিসেম্বর

শনিবার

পানিসাগর প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা থেকে বড়বাড়ি হয়ে পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের 

নয়দ্রোন  শ্রী শ্রী গোপাল কৃষ্ণ সেবা আশ্রম এর পাশে  ছড়ার উপর একটি কালভার্ট রয়েছে, উক্ত কালভার্টি বর্তমানে মরন ফাঁদে পরিণত । কিন্তু এই  এলাকার প্রায় ৩০/৪০ স্কুল, কলেজর ছাত্র ছাত্রীরাসহ এলাকার সকল অংশের জনগণের ও  এই কালভার্ট দিয়ে রোজদিন যাতায়-য়াত করে।  বর্তমানে এই কালভার্টি এমন 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

করুন দশায় ভূগছে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের-সহ  সরকারি আধিকারিকদের ও কোন হেলদোল নেই । এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় যে গত ৪/৫ বৎসর আগে এই কালভার্টি মেরামত করা হয়, কিন্তু এর পর এই কালভার্টি অনেক বার এই এলাকার লোকজনেরাই নিজ উদ্যোগ মেরামত করেন , বর্তমানে এমন অবস্থা যে কালভার্টি মেরামত করা কোন ধরনের ব্যবস্থা না থাকার কারণে খুবই খারাপ 

অবস্থায় রয়েছে কখন ভেঙ্গে যাবে তার কোন নির্ধারিত সময়ে নেই। এলাকাবাসীদের সরকারের কাছে ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের কাছে একটা আবেদন যে কালভার্টি যেন অতি দ্রুত মেরামত কিংবা, নব নির্মিত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu