সবুজ ত্রিপুরা
৩১ ডিসেম্বর
শনিবার
উদয়পুর প্রতিনিধিঃ উদয়পুরে এই প্রথম দেশ বিদেশে থাকা সকল ইসকন ভক্তদের নিয়ে উদয়পুর পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় হরেকৃষ্ণ উৎসব ২০২২।
এই দিন উৎসব কে কেন্দ্র করে উদয়পুর টাউন হল থেকে শহরে রেলি বের হয় এক সারা জাগানো নগর কীর্তন। যেখানে দেশ-বিদেশের ভক্তরা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে নগর কীর্তন শেষে পুনরায় জামতলা স্থিত পুরাতনের টাউন হলে এসে উৎসবের মূল অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন নথ ইস্ট এ ইসকন প্রচারক থেকে শুরু করে গোমতি জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী।
বলা যায় হরেকৃষ্ণ উৎসব কে কেন্দ্র করে গোটা উদয়পুর শহরে কয়েক হাজার মানুষের সমাগম লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ মানুষরা বলেন এই ধরনের উৎসব যদি আগামী দিনে হয় তাহলে সনাতন ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে অনেকটাই ভূমিকা গ্রহণ করবে।
0 মন্তব্যসমূহ