সবুজ ত্রিপুরা
৩১ ডিসেম্বর
শনিবার
সংবাদ প্রতিনিধিঃ আসামের করিমগঞ্জ জেলার বাজারিছড়া এলাকায় শ্রীকলস এডু প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে পল্ট্রি ফার্মিং ও মার্কেটিং
এর উপরে ৩ দিনের একটি রেসিডেনশিয়াল ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয় । এই ট্রেনিং প্রোগ্রামকে সফল করতে সাহায্য করেন National Institute of Agricultural Marketing । এতে উপস্থিত ছিলেন , শ্রীকলস এডু প্রাইভেট লিমিটেডের নর্থ ইষ্ট কোর্ডিনেটার সুমন কান্তি সাহা, নিহার দাস (পল্ট্রি ফার্মিং এক্সপার্ট),
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মৌসুমী দাস(পল্ট্রি ফার্মিং এক্সপার্ট) , তসব্বর আলি(পল্ট্রি ফার্মিং এক্সপার্ট), সমাজসেবী বিক্রম দেব সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে ৩০
জন মানুষ অংশগ্রহণ করে। মুলত যারা পল্ট্রি ফর্মিং এর সাথে যুক্ত তাদের নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ দিনের এই ট্রেনিং প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারী প্রত্যেকে সার্টিফিকেট প্রদান করা হয় National Institute of Agricultural Marketing এর পক্ষ থেকে।
0 মন্তব্যসমূহ