তেলিয়ামুড়া গামাই বাড়ি স্থিত কোল্ড স্টোরটি অকেজো-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩০ ডিসেম্বর

শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বাম দলের নেতৃত্বরা কৃষক দরদী বলে হাঁক ডাক দিয়ে মাঠ ময়দান সরগরম করে তুললেও প্রকৃতপক্ষে বাম দল কৃষকদের কতটা প্রকৃত বন্ধু বা দরদী এটা মূলত উপলব্ধি করা 

যায় তাদের কাজকর্মের মধ্য দিয়ে । কৃষকদের প্রতি দরদ দেখিয়ে তেলিয়ামুড়ার গামাই বাড়িতে একটি কোল্ড স্টোর নির্মাণ করা হয়েছিল । এই কোল্ড স্টোরটি বিগত ০৪ এপ্রিল ২০০২ সালে ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন করেছিল তৎকালীন বাম সরকার। এই কোল্ড স্টোরটি উদ্বোধনের পর কৃষকরা অর্থাৎ আলু চাষিরা আশায় বুক বেঁধে ছিল তারা কোল্ড স্টোরে আলু রেখে সংরক্ষণ করতে পারবে । ওই সময় আলু চাষিরা আলু ও রেখেছিল কোল্ড স্টোর টিতে । 

                হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কিন্তু কোল্ড স্টোরে থাকা জনা কয়েক কর্মচারীর দায়িত্ব জ্ঞান হীনতার কারণে  কৃষকদের রাখা আলু পচন প্রক্রিয়া ঘটেছিল ওই বাম আমলেই । কালের বিবর্তনে বাম আমলেই কৃষকদের স্বার্থে গড়া সাদের কোল্ড স্টোরেসটি অকেজো হয়ে পড়ে। বর্তমানেও গামাই বাড়ি স্থিত কোল্ড স্টরেসটি অকেজো । এই অবস্থায় দীর্ঘ বছরের পর বছর ধরে আলু চাষিরা মহাবিপাকে কোল্ড স্টোরেজে থাকা অত্যাধুনিক বিভিন্ন মেশিন গুলি পড়ে থাকতে থাকতে জং ধরে গেছে। বর্তমানে এই কোল্ড স্টোরে জৈনক 

এক চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন। তিনি কথা প্রসঙ্গে জানান,, বিগত পাঁচ বছর ধরে কোল্ড স্টোর টি সম্পূর্ণরূপে অকেজো । অন্যদিকে এই কল্ডো স্টোর টি সংস্কার করে পুনরায় সচল করার কোন উদ্যোগ নিচ্ছে না বর্তমান রাজ্য সরকার ও। অথচ আলুর চাষিরা মহা বিপাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu