সবুজ ত্রিপুরা
৩০ ডিসেম্বর
শুক্রবার
ধর্মনগর প্রতিনিধিঃ উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন উত্তর গঙ্গানগর মহাদেব বাড়ি এলাকায় নাথ যোগী সোসিয়াল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সম্মেলন ও শৈব মেলার শুভ উদ্ভোধন করা হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যার কিয়ার ব্যাঙ্ক মঠের অধ্যক্ষ তথা
মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পূজনীয় যোগী গুরু মহন্ত স্বামী শিবনাথ জী মহারাজ।বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ স্হানীয় বিপ্লব নাথ ও সুশান্ত নাথের নেতৃত্বে সুবিশাল বাইক রেলির মাধ্যমে পানিসাগর থেকে শিবনাথ জী মহারাজকে উত্তর গঙ্গানগর নিয়ে আসা হয়। তারপর প্রদীপ প্রজ্জ্বলন ও শৈব মেলার উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে ধাপে ধাপে গুরু বরন ও সংবর্ধনা,সাংগঠনিক বক্তৃতা, রুদ্রজ ব্রাহ্মন সম্পর্কে আলোচনা,গুরুর প্রবচন ইত্যাদি অনুষ্ঠিত হয়। তারপর মহকুমার শিল্পী দ্বারা সাংস্কৃতিক সন্ধ্যা ও লোকসঙ্গীত পরিবেশিত হয়।এদিন শিবনাথ জী মহারাজের সাথে ছিলেন তাঁর শিষ্য স্বামী কৈবল্যনাথ জী। এদিকে নাথ যোগী সোসিয়াল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি উৎপল দেবনাথ ও সম্পাদক সুদর্শন দেবনাথ জানান,নাথ যোগী সোসিয়াল ডেভেলপমেন্ট এসোসিয়েশন ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করলেও ২০২১
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সালে রেজিস্ট্রেশন পায়। বর্তমানে সংগঠন রাজ্য জুড়ে বিস্তার লাভ করেছে। এবছরের ১৩ পৌষ (29 ডিসেম্বর) তাদের প্রথম বার্ষিক সম্মেলন।তাই শিবনাথ জী মহারাজের হাত ধরে এই বার্ষিক সম্মেলন ও শৈব মেলার যাত্রা শুরু হলো। প্রতিবছর একি তারিখে জেলার পৃথক পৃথক স্হানে শৈব মেলা অনুষ্ঠিত হবে।সকল ভক্ত সম্মিলিত ভাবেই দুই লক্ষ টাকা ব্যয়ে এই সম্মেলনের আয়োজন করেছেন।তারা আরো বলেন, গোটা ভারতবর্ষে নাথ ধর্মের গুরু ও একনিষ্ঠ প্রচারক এবং উড়িষ্যার কিয়ার ব্যাঙ্ক মঠের অধ্যক্ষ শিবনাথ জী মহারাজ শৈব নাথ ধর্ম প্রচার ও প্রসারে ৯ ডিসেম্বর রাজ্যে শুভ পদার্পণ করেছেন।তার পৌরহিত্যে ইতিমধ্যে বিভিন্ন জেলায় শৈব নাথ ধর্ম প্রচার ও প্রসারে মহা রুদ্রযজ্ঞ, দীক্ষা ও উপনয়ন অনুষ্ঠান চলছে। শনিবার ধর্মনগর পদ্মপুরস্থিত শ্রী শ্রী শিব ও গোরক্ষনাথ মঠে দুদিন ব্যাপী শিবনাথ জী মহারাজের শুভ আবির্ভাব দিবস পালিত হবে বলেও
জানান তাঁরা। পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে প্রবচন রাখতে গিয়ে শিবনাথ জী মহারাজ নাথ ধর্মের উৎপত্তি, বিস্তৃতি, সমাজে নাথ সম্প্রদায়ের অবদান, প্রভাব সহ নাথ সম্প্রদায়ের মঠ, মন্দির ও কার্যকলাপ নিয়ে বিশদে আলোচনা করেন। তবে এদিনের সম্মেলন ভক্তদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।
0 মন্তব্যসমূহ