সবুজ ত্রিপুরা
৩০ ডিসেম্বর
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ অবশেষে বাজেয়াপ্ত বার্মিজ সুপারি জ্বালিয়ে নষ্ট করল আসামের বাজারিছড়া থানাধীন নাগ্রা আউট পোষ্ট পুলিশ।
জানা গেছে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুটি পৃথক অভিযানে দশটি বস্তায় আনুমানিক নয় কুইন্টাল সন্দেহযুক্ত বার্মিজ সুপারি জব্দ করেছিল স্থানীয় পুলিশ।বৃহষ্পতিবার মহামান্য আদালতের নির্দেশ মর্মে এক বিশেষ কমিটির তত্বাবধানে এগুলো জ্বালিয়ে নষ্ট করা হয়।এ মর্মে নাগ্রা আউট পোষ্টের ইনচার্জ জে পি দাস জানান এবছের শুরুতেই দুটি পৃথক অভিযানে সাত বস্তা ও
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তিন বস্তা সুপারি আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা।পরে পুলিশ এ ব্যাপারে একটি মামলা রুজু করে টেস্টিং করানো হয়।অতপর নির্দিষ্ট পরীক্ষা শেষে সুপারিগুলো বার্মিজ বলে ঘোষণার পর আদালতের নির্দেশ মর্মে সুপারিগুলো ধ্বংস করার জন্য একটি কমিটি গঠন করা হয়।কমিটি গঠনের ফলে বৃহস্পতিবার দুপুরে উক্ত কমিটির সভ্যদের উপস্থিতি স্থানীয় নাগ্রা বাজার সংলগ্ন এলাকায় মাঠের মধ্যে এগুলো জ্বালিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন এতে প্রায় নয় কুইন্টাল বার্মিজ সুপারি ছিল।এতে উপস্থিত ছিলেন জেলার এসআই ব্রাঞ্চের ডিএসপি জেমস সাঙ্গতে, এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট নেইহাট হালই সহ বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিত কুমার বরা,এসআই ডি বসুমাতারি নাগ্রা আউট পোষ্টের ইনচার্জ জে পি দাস এবং স্থানীয় জনগণ।
0 মন্তব্যসমূহ