শীতকালীন সুমিষ্ট ফল আপেল কুল-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩১ ডিসেম্বর

শনিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ শীতকালীন সুমিষ্ট ফল আপেল কুল। এই আপেল কুলের রাজ্য এবং বহিঃরাজ্যের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। শীতকালীন এই ফলটি পূর্বে রাজ্যের কৃষকেরা চাষ না করলেও 

বর্তমান সময়কালে রাজ্যের  বিভিন্ন স্থানে এই ফল চাষ করে কৃষকেরা। ফলে রাজ্যের বাজারে চাহিদাও বাড়ছে দিন কে দিন। এবার তেলিয়ামুড়া মহকুমার  বাইশ ঘড়িয়া এলাকার এক কৃষক অনলাইন থেকে প্রায় ৯০ টির অধিক আপেল কুলের চারা গাছ কিনে এনে ইউটিউব থেকে চাষ পদ্ধতির জ্ঞানার্জন করে  আপেল কুলের চাষাবাদ শুরু করেন। জানা গেছে, বাইশঘড়িয়া এলাকার ওই কৃষকের নাম গোপাল পাল। তিনি জানান,, 

                হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আজ থেকে প্রায় আট মাস পূর্বে পাশ্ববর্তী রাজ্য গৌহাটি থেকে অনলাইনের মাধ্যমে আপেল কুলের চারা গাছ কিনে এনে নিজের প্রায়  পাঁচ গন্ডা জমিতে চাষাবাদ শুরু করেন। তবে তিনি জানিয়েছেন,,এই আপেল কুল চাষের সঠিক জ্ঞান না থাকার কারণে এবং সময় মতো সঠিক ঔষধ প্রদান না করার ফলে ফলন আশানুরূপ হয়নি। তাছাড়া তিনি বলেন,, কৃষি দপ্তর যদি সাহায্য 

সহযোগিতা করতো তবে হয়তো'বা  আপেল কুলের ফলন আরো ভালো হতো। তবে যাই হোক আর ১৫-২০ দিন পর এই আপেল কুল পরিপক্ক হলে সেগুলিকে বাজারজাত করা সম্ভব হবে। আর বাজারজাত করে কৃষক গোপাল পাল হয়তো'বা লাভের মুখ দেখতেও পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu