মহা সার্বে অনুষ্ঠিত হলো ধর্ম রক্ষা দিবস উপলক্ষে শুদ্ধিকরণ মহাযজ্ঞ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩১ ডিসেম্বর

শনিবার

পানিসাগর প্রতিনিধিঃ ৩০ ডিসেম্বর ২০২২ ইং শুক্রবার,  পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব জ্বলাবাসা গ্রাম পঞ্চায়েতের  কুঞ্জনগর কালীবাড়ি প্রাঙ্গণে,  বিশ্ব হিন্দু পরিষদ,  পানিসাগর প্রখন্ডের উদ্যোগে, 

স্বামী শ্রদ্ধানন্দজীর বলিদান  ও ধর্ম রক্ষা দিবস উপলক্ষে শুদ্ধিকরণ মহাযজ্ঞ অনুষ্ঠিত হলো।১৮৫৬ সালে ২২শে ফেব্রুয়ারি পাঞ্জাবের জলন্ধর শহরে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় হিন্দু সংগঠনের অগ্রণী পুরুষ স্বামী শ্রদ্ধানন্দ জী। এই মহান পুরুষের বলিদান দিবস উপলক্ষে আজ মহাযজ্ঞের আয়োজন করেছেন বিশ্ব হিন্দু 

                হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পরিষদ পানিসাগর প্রখন্ড। আজকের যজ্ঞ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের পানিসাগর প্রখান্ডের সভাপতি শ্রী বিজিত রায়। বিশ্বেন্দু পরিষদের উত্তর জেলা সদস্য সুরোজ ভট্টাচার্য। তাদেরকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। যজ্ঞ অনুষ্ঠান শেষে স্বামী শ্রদ্ধানন্দজীর জীবনী নিয়ে ধর্মীয় 

আলোচনা রাখেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলার সদস্য সুরোজ ভট্টাচার্যী। এই যজ্ঞ অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ অগণিত নরনারী উপস্থিত ছিলেন। যজ্ঞ অনুষ্ঠান শেষ মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu