মার্শাল আর্ট কম্পিটেশনে কৃতিত্ব অর্জন করল রাজ্যের কচিকাঁচারা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩১ ডিসেম্বর

শনিবার

ধর্মনগর প্রতিনিধিঃ মার্শাল আর্ট কম্পিটেশনে অসমের লামডিং এ গিয়ে কৃতিত্ব অর্জন করল রাজ্যের কচিকাঁচা মার্শাল আর্ট প্রতিযোগীরা । 

প্রসঙ্গত ২৮ ও ২৯ ডিসেম্বর লামডিং এর বিবেকানন্দ স্টেডিয়ামে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে মার্শাল আর্ট প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় রাজ্যের তথা উত্তর জেলার মোট ১২ জন কচিকাঁচা, 

                হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মার্শাল আর্ট  অংশ নেন। এদের মধ্যে কৃতিত্বের সাথে ১০ জন খেলোয়াড় পুরস্কার অর্জন করেন। দশজনের মধ্যে  দুজন গোল্ড মেডেল এবং 

বাকি আট জন ব্রোঞ্জ মেডেল হাসিল করেন। তাদের এই সাফল্যে রাজ্যের সাথে সাথে উত্তর জেলাতেও খুশি পরিলক্ষিত হয়। তারা শুক্রবার রেল যুগে ধর্মনগর স্টেশনে আসলে তাদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu