পুত্র ও পুত্রবধুর হাতে মারধরের শিকার মা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩০ ডিসেম্বর

শুক্রবার

বিশালগড় প্রতিনিধিঃ পুত্র ও পুত্রবধুর হাতে মারধরের শিকার মা।ঘটনা বিবরনে জানা যায় বেশ কয়েকদিন ধরে পুত্র ও পুত্রবধূ মিলে মাকে মারধর করে আসছিল।বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ 

মিনিট নাগাদ গীতা রানী কপালে নেমে আসে চরম অত্যাচার ও মারধর।জানা যায় বৃহস্পতিবার সকালে পুত্র সঞ্জয় দাস তার স্ত্রী মিলে বেধড়কভাবে মারধর শুরু করে।গুরুতর মারে আহত হয়ে পড়েন জন্মদাতা মা।পরবর্তী সময়ে পার্শ্ববর্তী লোকেরা দেখতে পেয়ে আহত মহিলাকে উদ্ধার করে মহাকুমা হাসপাতালে নিয়ে আসে।

                হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অপরদিকে আক্রান্ত মহিলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান উনার ছেলে  ও পুত্রবধূর বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করা হয়।জানা যায় জাঙ্গালিয়া রবীন্দ্রনাথ কলোনী এলাকায় বাসিন্দা গীতা রানী দাসের ছেলে জয়ন্ত দাস বিয়ে করার পর বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন।

আর সেই নেশা আসক্ত হয়ে ছেলে এবং ছেলের বউ মিলে নিজের জন্মদাতা মাকে মারধর করে।আক্রান্ত মহিলা ছেলে এবং পুত্রবধূর সঠিক বিচার পাওয়ার জন্য প্রশাসনের নিকট দারস্ত হন।এখন দেখার বিষয় হবার প্রকাশিত হবার পর প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সে দিকে তাকিয়ে রয়েছে আক্রান্ত মহিলা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu