কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে বক্সনগরে রাজ্য সরকারকে ধন্যবাদ মিছিল ও পথসভা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩০ ডিসেম্বর

শুক্রবার

বক্সনগর প্রতিনিধিঃ রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে সরকারি ও বেসরকারি কর্মচারীদের একসঙ্গে ১২ শতাংশ ডি.এ বৃদ্ধি করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে গত ২৭ শে ডিসেম্বর 

রোজ মঙ্গলবার।এই ঐতিহাসিক  সিদ্ধান্তে গোটা রাজ্যের কর্মচারী মহল খুশি ও আপ্লুত। এই ঐতিহাসিক সিদ্ধান্ত কে কেন্দ্র করে সারা রাজ্যে কর্মচারী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত শাখা সংগঠনগুলি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে বিভিন্ন সভা মিছিল সংঘটিত করছে।এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বক্সনগর মন্ডলের উদ্যোগে বক্সনগর বাজারে এক জাঁকজমকপূর্ণ ধন্যবাদ মিছিল ও পথসভা হয়। এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা, জেলা সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার এবং যুব মোর্চা ও সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি সহ আরো অনেকে। এই ধন্যবাদ মিছিলটি প্রথমে বক্সনগর মজদুর সংঘের অফিস থেকে শুরু করে বক্সনগর 

                হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বাজারের অলিগলি ও রাজপথ কাঁপিয়ে মিছিল সংঘটিত করেন।মিছিল শেষে বক্সনগর পুরাতন মোটর স্ট্যান্ডের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।এই পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা ও জেলা সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, রাজ্যে জোট আমলসহ দীর্ঘ ৪০ বছরের সিপিএম কংগ্রেসের শাসনে রাজ্যের সার্বিক উন্নয়ন সহ কর্মচারীদের কোনো উন্নয়ন হয়নি। ভারতীয় জনতা পার্টির পাঁচ বছরের শাসনের মধ্যে দুই বছর করোনার জন্য সরকার কাজ করতে পারেনি। মাত্র তিন বছর  কাজ করতে পারে দীর্ঘ সিপিএম কংগ্রেসের ৪০ বছরের শাসন থেকে তিনগুণ সার্বিক উন্নয়ন হয়েছে।প্রধানমন্ত্রী আবাস যোজনা,অটল জলধারা যোজনা,উজ্জ্বলা গ্যাস যোজনা,কৃষকদের কিষান সম্মান নিধি,সৌভাগ্য যোজনার মাধ্যমে বিনামূল্যে  বিদ্যুৎ ও শিক্ষার উন্নয়ন এবং রাজ্যের জাতীয় সড়ক ও গ্রামোন্নয়ন সড়কগুলি উন্নয়নের বিভিন্ন তথ্য দিয়ে বক্তারা পথসভায় আলোচনা রাখেন।এছাড়া সিপিএমের ২৫ বছরের সরকার কর্মচারীদের২.৫ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম দফায় ৩ শতাংশ,তারপর ৫ শতাংশ এবং 

গত ২৭ ডিসেম্বর ১২ শতাংশ সরকারি ও বেসরকারি কর্মচারীদের ডি এ ঘোষণা করেছেন।সিপিএম কংগ্রেসের ৪০ বছরের শাসনের বঞ্চনার অবসান ঘটিয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার। কর্মচারীদের মুক্তি দিয়েছে বিজেপি সরকার বলে আখ্যা দিয়েছেন পথ সভার বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu