সবুজ ত্রিপুরা
৬ ডিসেম্বর
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত উপজাতি মহিলা। ৫ ডিসেম্বর ২০২২ এন সোমবার জ্বলাবাসা কাঞ্চনপুর রোড কেউড়ি ট্রাই জংশন এলাকায় দুর্ঘটনা শিকার হন উপজাতি মহিলা সহ ভাই
ও এক শিশুপুত্র।ঘটনার বিবরণে জানা যায় পানিসাগর থানা আওতাধীন জুড়ি. আর. এফ. এর মোজফরর্দুয়াল এর বাসিন্দার মৃত সমরেন্দ্র রিয়াংয়ের স্ত্রী কার্ণবতী রিয়াং আজ বেলা আনুমানিক ৪ ঘটিকায় TR03- 6108 নং স্কুটি নিয়ে জ্বলাবাসা হইতে নিজ বাড়িতে যাওয়ার পথে ট্রাই জংশন এলাকায় আসা মাত্র বিপরীত দিক হইতে আসা একটি কাওয়ারি বুঝায় তিন চাকার লরি স্কুটিতে সামনাসামনি স্বজরে ধাক্কা দেয়। তাতেই
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
চালক নৃপেন্দ্র রিয়াং- সহ কর্ণবতী রিয়াং কোলে থাকা শিশু পুত্রটি সহ তিন জন রাস্তা হইতে ধান ক্ষেতে ছিটকে পরে যায়। ঘটনাস্থলে কর্ণবতীর ডান পা হাঁটুর নিচে ভেঙে যায়। ঘটনার সাথে সাথে কাওয়ারি মাল বুঝাই গাড়িটি পালিয়ে যাইতে সক্ষম হয়। ঘটনাস্থলে পানিসাগর ফায়ার সার্ভিস
এসে উপস্থিত হয়ে কার্ণবতী রিয়াং কে পার্শ্ববর্তী জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক শ্রীমতি রিয়াংকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ধর্মনগর মহকুমা হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ লেখা পর্যন্ত দুর্ঘটনা গ্রস্থ মাল বোঝায় তিন চাকার লরিটিকে পুলিশ পাকড়াও করতে পারেনি।
0 মন্তব্যসমূহ