মহকুমা ভিওিক খেলো এিপুরা সুস্থ এিপুরা অনুষ্টান অনুষ্ঠিত হয় পানিসাগরে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৬ ডিসেম্বর

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ ৫ ডিসেম্বর দুপুর বারো ঘটিকায় উওর জেলার পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আয়োজিত নেশা মুক্ত এিপুরা সুস্থ এিপুরা গড়ার লক্ষে বিশেষ সচেতনতা মুলক অভিযানের অঙ্গ হিসেবে মহকুমা ভিওিক খেলো 

এিপুরা সুস্থ এিপুরা অনুষ্টান।এতে পতাকা উওোলন সহ প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক তথা রাজ্য লেভার বোর্ডের চেয়ারম্যান বিনয় ভুষন দাস মহাশয়।সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস মহাশয়া।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর শারীরশিক্ষন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ দেব দহলাল বৈদ্য মহাশয়,বিশিষ্ট সমাজ সেবি বিবেকা নন্দ দাস,ধনন্জয় দাস,মহকুমা প্রোগ্রাম অফিসার রতি রন্জন ভৌমিক মহাশয়,নগর এলাকার কাউন্সিলার শুভেন্দু দাস এবং নারায়ন নাথ মহাশয়েরা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।মহকুমা ভিওিক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার দামছড়া ব্লক, পানিসাগর ব্লক এবং পানিসাগর নগর পঞ্চায়েতের প্রতিযোগী খেলোয়াররা।এতে পুরুষ ও মহিলাদের নিয়ে দড়ি টানাটানি,কাভাডি খেলা ধুলার পাশাপাশি উক্ত অনুষ্ঠানে অনুষ্টিত হয় লোক নৃত্য ধামাইল এবং নেশা মুক্ত এিপুরা গড়ার লক্ষ্যে একান্ক নাটক প্রতিযোগিতা।মঞ্চে উপবিষ্ট অথিতিরা বর্তমান প্রজন্ম কে নেশার করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত করে খেলা ধুলা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নিজেকে সুস্থ ও নির্মুল রাখতে আহবান জানান।অনুষ্টানটি পরিচালনা করেন পিজিক্যা ইনস্ট্রাক্টর সুকল্যান নাথ,বিশ্বজিৎ দেব নাথ এবং রাজু পদ দেবনাথ।

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

উক্ত অনুষ্টানে বিভিন্ন প্রতিযোগীতায় কৃতৃত্বের অধিকারী হয়ে দড়ি টানাটানিতে পুরুষ বিভাগে প্রথম হয় পানিসাগর নগর পঞ্চায়েত,মহিলা বিভাগে প্রথম হয় দামছড়া ব্লক,কাভাডি খেলায় পুরুষ বিভাগে প্রথম হয় পানিসাগর নগর পঞ্চায়েত,মহিলা বিভাগে প্রথম হয় পানিসাগর ব্লক,লোক সংগীতে প্রথম দামছড়া ব্লক,লোক নৃত্যে প্রথম হয় পানিসাগর নগর পঞ্চায়েত,নেশা মুক্ত সমাজ ঘটনের উপর 

একাংক নাটক প্রতিযোগিতায় প্রথম হয় পানিসাগর ব্লক।প্রতিটি বিভাগে প্রথম স্থানাধীকারিরা আগামী দিয়ে আগরতলাতে রাজ্য স্থরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।প্রথম স্থানাধিকারিদের হাতে পুরুস্কার প্রদান করেন উপস্থিত বিশিষ্ট অথিতিরা।পরি শেষে সভাপতির আলোচনার মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu