ঘর ঘর বিজেপির" রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে ৫৪ নং কদমতলা-কুর্তি মন্ডলে ব্যাপক প্রভাব-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

৬ ডিসেম্বর

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ ঘর ঘর বিজেপির" রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে ৫৪ নং কদমতলা-কুর্তি মন্ডলে ব্যাপক প্রভাব পড়েছে। এই স্লোগানকে 

সামনে রেখে নভেম্বর মাসের ২৭ তারিখ থেকে এই কর্মসূচি রাজ্য বিজেপি শুরু করেছে। তবে এই "ঘর ঘর বিজেপি" কর্মসূচি হাতে নিয়ে নির্বাচনের প্রচার জ্যেম্পেশ করে তুলেছে শাসক দল। অবশ্য প্রধান বিরোধী দল সিপিএম এবং কংগ্রেসকে শীত ঘুমে রেখেই শাসকদল মাঠ ঘাট কাঁপিয়ে তুলছে। এতে এই মন্ডলের সব 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কয়টি বুথেই শাসক দল অনেকটা এগিয়ে রয়েছে প্রচারে। আজ মঙ্গলবারও এর ব্যতিক্রম হয়নি কদমতলা-কুর্তি মন্ডলের ২৪নং বুথে মণ্ডল সভাপতি রাজা ধর,পঞ্চায়েত সমিতির বাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ মন্ডল প্রভারী জহর চক্রবর্তী প্রচারে ঝড় তুলেছেন। শত শত মানুষ বিজেপির এই প্রচারে ঝাঁপিয়ে পড়ছে। তবে মন্ডল সভাপতি এই বিধানসভার সার্বিক প্রচার নিয়ে এবার এই কেন্দ্র থেকে বিজেপি বিধায়ককে রাজ্য 

বিধানসভায় পাঠাতে পারবেন বলে আশা প্রকাশ করেন। অপরদিকে বারবার এই কেন্দ্রটি লাল দুর্গ হিসাবে পরিচিত থাকলেও এবার বিজেপি তার রেকর্ড ভাঙতে কোমর বেঁধে মাঠে নেমেছে। তবে নির্বাচনে জয় পরাজয়ের হাসি এখনো বাকি থাকলেও আপাত্ত প্রচারে এগিয়ে রয়েছে শাসক দল।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu