সবুজ ত্রিপুরা
২ ডিসেম্বর
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ একদিনের উত্তর জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী এক গুচ্ছ সরকারি কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন।শুক্রবার
প্রথমেই কদমতলায় উত্তর জেলার স্বাস্থ্য দপ্তরের হেডকোয়ার্টার এর শিলান্যাস করেন লালছড়াতে। সেখান থেকে সোজা সীমান্ত এলাকা ব্রজেন্দ্রনগরে নতুন নির্মিত দশ শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন। তারপর চলে যান ব্রজেন্দ্রনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৌশল মেলার উদ্বোধন করতে। সেখানে হাজার হাজার জনতার সামনে কৌশল মেলার উদ্বোধন করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তারপর তিনি চলে যান রানীবাড়ী চা বাগিচা এলাকায়। সেখানে বাগান শ্রমিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন এবং তাদের বিভিন্ন প্রকল্প পৌঁছে দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। আজকের মূখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের
চেয়ারম্যান টিংকু রায়, যুবরাজনগর কেন্দ্রের বিধায়িকা মলিনা দেবনাথ,পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস, জেলা পুলিশ সুপার , কদমতলা ব্লকের ভিডিও , ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস , সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ও জেলাশাসক সহ অন্যান্য আধিকারিক গন।
0 মন্তব্যসমূহ