সু খবর ত্রিপুরা থেকে এবার দ্রুত গতিতে ছুটবে ইলেকট্রিক ট্রেন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১২ ডিসেম্বর

সোমবার

কদমতলা প্রতিনিধিঃ সু খবর ত্রিপুরা থেকে এবার দ্রুত গতিতে ছুটবে ইলেকট্রিক ট্রেন। 

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে চুরাইবাড়ি থেকে সাব্রুম অবধি ত্রিপুরার সকল রেল স্টেশনে ইলেকট্রিক লাইন বসানোর কাজ শেষ হয়ে যাবে। 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ভারত সরকার ও রেল মন্ত্রকের টার্গেট হচ্ছে লামডিং থেকে বরাক উপত্যকা ও ত্রিপুরায় একসাথে ইলেকট্রিক ট্রেইন চালু করা। 

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলে রেলওয়ে ও সড়ক পথে যোগাযোগ আরো উন্নত করা তার পাশাপাশি  প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সাথে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে চাইছে কেন্দ্র সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu