১২ ডিসেম্বর
সোমবার
কদমতলা প্রতিনিধিঃ কদমতলা ব্লক এলাকার সিমান্ত ঘেষা গ্রাম তারকপুরের তিন নং ওয়ার্ডের বাসিন্দাদের মনে ক্ষোভ। ভোটের আগে রাস্তা সংস্কার ও পানীয় জলের সুব্যবস্থা না করে দিলে ভোট
বয়কট করতে পারে গ্রামের তিন শতাধিক পরিবার। তারকপুর পুতনি সিমান্ত সড়কটি দীর্ঘ দশ বছর ধরে বেহাল সংস্কার হচ্ছেনা। গ্রামে একটি মাত্র রিংওয়েল। ত্রিপুরার বাসিন্দারা অনেক সময় শুকনো মশুমে ত্রিপুরা সিমান্ত পেরিয়ে আসাম থেকে জল সংগ্রহ করেন।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তারকপুর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস দলের দখলে গ্রাম পঞ্চায়েত থেকে পানীয়জলের সুব্যবস্থা করে দেওয়া দূর অস্তো উল্টো পঞ্চায়েতে গেলে তাদের সাথে নানা তালবাহানা করা হয়। ঠিক তেমনি এই গ্রামের সমস্যা নিয়ে উদাসিন ব্লক চেয়ারম্যান থেকে শুরু করে
শাসকদলের জনপ্রতিনিধিরা। গ্রামের মহিলারা জানায় তাদের শুধু প্রতিশ্রুতি দেওয়া হয় অথচ কাজের কাজ কিছু হয়না। ইন্দো বাংলা সিমান্ত ও আসাম সিমান্ত লাগোয়া গ্রামটির মানুষ এবার প্রতিবাদে সরব৷ রাস্তা সংস্কার ও পানীয় জলের ব্যবস্থা না করে দিলে ভোট বয়কট করবে বলে জানালেন গ্রামের মহিলারা।
0 মন্তব্যসমূহ