অবৈধভাবে বাংলাদেশে পাচার করার পথে পুলিশের হাতে আটক বোলেরো গাড়ি সহ প্রচুর পরিমাণে শব্দবাজি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১২ ডিসেম্বর

সোমবার

বিশালগড় প্রতিনিধিঃ অবৈধভাবে বাংলাদেশে পাচার করার পথে বিশালগড় গোলাঘাটি বাইপাসে রবিবার রাতে বিশালগড় ট্রাফিক ইউনিট সাব-ইন্সপেক্টর রতন কুমার গোস্বামী সহ ট্রাফিক পুলিশের 

হাতে আটক বোলেরো গাড়ি সহ প্রচুর পরিমাণে শব্দবাজি। জানাযায় পাচারকারীরা বিশালগড় বাইপাস সড়কে কাজে লাগিয়ে রাতের আধারে TR07C0741 নাম্বারে একটি বোলেরো গাড়ি করে সম্পূর্ণ গাড়িটি ভর্তি করে শব্দবাজি বিশ্রামগঞ্জে হয়ে বেলুনিয়া নিয়ে যাওয়ার পথে বিশালগড় গোলাকাটি বাইপাস সড়কে কত বড় তো ট্রাফিক ইউনিটের সাব-ইন্সপেক্টর রতন গোস্বামী সহ উনার সম্পূর্ণ ট্রাফিক ইউনিটের হাতে রবিবার রাতে আটকায় বোলোরো গাড়িসহ সম্পূর্ণ গাড়ি ভর্তি শব্দবাজি। 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পরবর্তী সময়ে গাড়িটি যখন তল্লাশি করতে যায় চালক ঘটনাস্থল থেকে গাড়ি ফেলে দিয়ে পালিয়ে যায়। ট্রাফিক ইউনিটের সাব-ইন্সপেক্টর রতন গোস্বামী বোলোরো গাড়ি সহ সম্পন্ন অবৈধ ভাবে বাংলাদেশে পাচার করার পথে শব্দবাজি গুলি বিশালগড় থানা নিয়ে আসেন। সোমবার আইনি সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বোলোরো গাড়িসহ সম্পন্ন শব্দ বাজিগুলি তুলে দেওয়া হয় কাস্টম হাতে। জানা যায় বিশালগড় বাইপাস এবং কড়ুইমুড়ি বাইপাস কে কাজে লাগিয়ে রাতের আধারে পাচারকারীরা অবৈধভাবে প্রচুর পরিমাণে বাজি বাংলাদেশে 

পাচার করে রাতে রাতে বেআইনিভাবে আত্ম উপার্জন করে একেবারে কলা গাছের মতো ফুলে উঠছে। তবে এই সমস্ত কারবারীদের কর্তব্য পরোক্ষভাবে মদদ দুগিয়ে যাচ্ছে না প্রশাসনের রাষ্ট্রপতি কালার প্রাপ্ত কিছু খাগী বরদীবাবুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu