মিথ্যা মামলায় দোষী হয়ে ছ'মাস জেল খেটে অবশেষে বাড়ি ফিরলো এক যুবক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ ডিসেম্বর

সোমবার

কদমতলা প্রতিনিধিঃ  মিথ্যা মামলায় দোষী হয়ে ছ'মাস জেল খেটে অবশেষে বাড়ি ফিরলো এক যুবক। এই ঘটনায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছেন গোটা গ্রামবাসীরা। এই ঘটনা কদমতলা 

থানাধীন মহেশপুর চা বাগানের সরলা পুরানগারদ এলাকায়। আজ থেকে ছয় মাস পূর্বে ওই গ্রামের যুবক নূর উদ্দিনের মুদি দোকান রয়েছে মহেশপুর বাজারে। সেখানে তারই নিকটাত্মীয় দুই ব্যক্তি পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে নেশার ট্যাবলেট দোকানের অজ্ঞাতস্থানে রেখে যায়। পরবর্তী সময় ওই ষড়যন্ত্রকারীরা কদমতলা পুলিশকে খবর দিলে ট্যাবলেট সহ নূরকে হাতেনাতে পাকড়াও করে। অবশ্য সে বারবার নিজেকে নির্দোষ বললেও পুলিশ তার কথা শুনতে নারাজ। পুলিশ আইন 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অনুযায়ী এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করে সেখান থেকে মহামান্য বিচারপতির নির্দেশে তাঁর স্থান হয় জেলে। অবশ্য এদিকে তার পরিবারসহ গোটা গ্রামের লোকজনরা বারবার বলন সে নেশা ব্যবসার সঙ্গে জড়িত নয় বলে। 

গতকাল বাজার প্রেসিডেন্ট সুশেন্দ্র নাথসহ একাধিক স্থানীয় গ্রামবাসীরা তাকে নির্দোষ বলে দাবি করেন। তাই পুনরায় সে নিজের মুদি দোকানটি শুরু করেছে। তবে ওই যুবক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। তার দাবি পুলিশ উপযুক্ত তদন্ত করে মূল অপরাধীদের জালে তুলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu