সবুজ ত্রিপুরা
২৬ ডিসেম্বর
সোমবার
ধর্মনগর প্রতিনিধিঃ উত্তর পূর্ব ভারতের একটি প্রতিনিধিমূলক সাহিত্যের কাগজ 'জলজ'। এই কাগজটিকে ঘিরে আড্ডা, কবিতা পাঠ, গ্রন্থ প্রকাশ ইত্যাদি তৎপরতা দীর্ঘদিন ধরে চলে আসছে।
আজকে অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রকাশিত হল "জলজ" কাগজটির ৯৮ তম সংখ্যা। প্রতি বছরেই এই কাগজটি বিশিষ্ট কবি-সাহিত্যিকদের সম্মান জানিয়ে থাকে। পূর্বে ও সম্মান পেয়েছেন বহু কবি গণ। এ বছর ও কাগজটি সম্মান জানায় উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট কবি অমিতাভ দেব চৌধুরী মহোদয় কে। জলজ সম্মান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নয়াপাড়া স্থিত শ্যামাপ্রসাদ মুখার্জী ভবনে।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব , অনুষ্ঠানটি দু'দিন ব্যাপী চলবে। এই অনুষ্ঠানে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
থাকবে কবিতা পাঠ, আলোচনা, বই প্রকাশসহ মুক্ত আড্ডা। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক গবেষক অমলেন্দু ভট্টাচার্য মহোদয় এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক স্বকৃত নোমান মোজাফ্ফর হোসেন
এবং কবি শাহেদ কায়েস। "জলজসম্মান ও সাহিত্যোৎসব ২০২২" সম্মান অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের পাশাপাশি বহির্রাজ্যের ও অনেক কবি সাহিত্যিকরা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আসেন এবং অনুষ্ঠানে যোগদান করেন। 'জলজ' সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এই দুদিন ব্যাপী উক্ত অনুষ্ঠানের সাফল্য কামনা করেন জলজ সাহিত্য পত্রিকার সম্পাদক শ্রী সন্তুস রায়।
0 মন্তব্যসমূহ