প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কদমতলা ব্লকের সাতসঙ্গ ও বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতকে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৯ ডিসেম্বর

বৃহস্পতিবার

কদমতলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কদমতলা ব্লকের সাতসঙ্গ ও বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতকে।

বজেন্দ্রনগর কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আদর্শ গ্রাম যোজনার   শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প নিগমের চেয়ারম্যান টিংকু রায়, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ব্লক 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস, প্রধান মহিতোষ দাস সহ অনন্যরা। এদিনই সাত সঙ্গম গ্রামে একটি হেলথ সেন্টারের উদ্বোধন করেন টিংকু রায়। গ্রামের মানুষের জীবন যাত্রার 


উন্নয়নে কাজ করছে সরকার।কিছু দিন পূর্বে মুখ্যমন্ত্রীর হাত ধরে বজেন্দ্রনগরে হাসাপাতালের উদ্বোধন হয়েছে। এই গ্রামীণ এলাকার মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে। রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে মানুষের কল্যাণে সরকার কাজ করছে। তাই এই দুটি গ্রাম পঞ্চায়েত আদর্শ গ্রামের তকমা পেয়েছে বলে জানান টিংকু রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu