আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার ফলে ক্ষতিগ্রস্ত মানুষ জনেরা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৯ ডিসেম্বর

বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার ফলে ক্ষতিগ্রস্ত মানুষ জনেরা।আর এই ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে  অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে মুঙ্গিয়াকামী থানাধীন আঠারো মুড়া পাহাড়ের ৪১ 

মাইল ক্ষতিগ্রস্ত জনজাতি গিরিবাসিরা। উল্লেখ্য, ৮নং অসম আগরতলা জাতীয় সড়ক প্রসস্ত করার সময় মুঙ্গিয়াকামী থানাধীন ১৮ মুড়া পাহাড়ের বিভিন্ন এলাকার রাস্তার পাশে থাকা বিভিন্ন উপজাতি মানুষজন দের ঘরবাড়ি সহ বিভিন্ন বাগান ও জুম খেতের টিলা জমি কেটে দেওয়া হয়েছিল। তার মধ্যে ক্ষতিগ্রস্ত অনেক উপজাতি পরিবার সহ জুম চাষিরা ক্ষতিপূরণ পেয়ে থাকলেও বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলি ক্ষতিপূরণ হয়নি। তার মধ্যে ৪১ মাইল এলাকায় বসবাসকারী একাংশ মানুষ জনদের বাগান সহ বিভিন্ন ফসলের ক্ষেত জাতীয় সড়কের পাশে থাকার ফলে সেগুলি সড়ক সংস্কারের সময় মাটি কাটার ফলে নষ্ট হয়ে যায়। আর ওই ক্ষতিগ্রস্ত মানুষ জনেরা ক্ষতিপূরণের দাবিতে ২৯ শে ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় অসম 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ তেলিয়ামুড়া মহকুমা প্রসাশনের আধিকারিকেরা। এই পথ অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে প্রচুর সংখ্যক ছোট বড় যানবাহন। এতে করে দুর্ভোগ পোহাতে হয় যানচালকদের ও। 

এদিকে দীর্ঘ প্রায় নয় দশ এগার ৪ ঘন্টা সাড়ে চার ঘণ্টা পর প্রশাসনিকভাবে আশ্বাস পেলে পথ অবরোধকারীরা পথ অবরোধ মুক্ত করে। প্রশাসনিকভাবে সাত দিনের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবার গুলির কে ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu