পূর্ত দফতরের ওয়াটার রিসোর্স অফিসে চুরের হানা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২২ নভেম্বর

মঙ্গলবার

উদয়পুর প্রতিনিধিঃ মহিলা থানা থেকে দুই হাত দূরে পূর্ত দফতরের ওয়াটার রিসোর্স অফিসে চুরের হানা। থানার নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন মুখে। 

জানা যায় উদয়পুর জগন্নাথ দীঘির পার সংলগ্ন উদয়পুর মহিলা থানার গা ঘেসা পি ডব্লু ডি দপ্তরের ওয়াটার রিসোর্ট এর অফিস। রবিবার রাতে চোরের দল অফিসের পেছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অফিসে থাকা একটি বড় জলের মটর সহ সিলিং ফ্যান আরো মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সোমবার অফিস সময়ে কর্মীরা অফিসে এসে দেখেন পেছনের দরজা ভাঙ্গা এবং সিলিং ফ্যান সহ জলের মটর এবং বিভিন্ন সামগ্রী উদাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। 

রাধাকিশোরপুর থানার পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির ঘটনার প্রাথমিক তদন্ত করে আসেন। উল্লেখ্য সন্ধ্যা হতেই উদয়পুর মহিলা থানার মূল গেইট আটকা পড়ে যায়। যার ফলে চোরের দল মহিলা থানা থেকে দুই হাত দূরে থাকা অফিসে হানা দিয়েছে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu