বিরল প্রজাতির সাপ উদ্ধার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ নভেম্বর

সোমবার

পানিসাগর প্রতিনিধিঃ ২০ নভেম্বর দুপুর বারো ঘটিকায় উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জ্বলাবাসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুঞ্জনগর গ্রমের মৃত মনোরন্জন নাথ এর পুএ মনিন্দ্র নাথ এর 

বাড়িতে ঘড়ের ভিতরে আচমকাই এক বিরল প্রজাতির সাপ দেখতে পেয়ে বাড়ির লোকজন ভয়ে চিৎকার চেচামেচি করতে থাকলে ছুটে আসে এলাকার লোকজন। মহুর্থের মধ্যেই অগনিত কৌতুহলি লোকজন ভীর জমায় ওর বাড়িতে।কিন্ত প্রান ভয়ে কেহই ঘড়ে ডুকতে সাহস দেখায় নি।তাই খবর পাটানো হয় পানিসাগর ফরেস্ট দপ্তরের অধিনস্থ জ্বলাবাসা ফরেস্ট বিট অফিসে।খবর পাওয়া মাএ দপ্তরের কর্মীগন ছুটে যায় ঐ বাড়িতে।বিরল প্রজাতির  সাপটি দৈর্ঘ্যের দিক দিয়ে অত্যধিক হওয়াতে সাপটিকে ধরতে সাহস না পেয়ে তড়িঘড়ি খবর পাটায় পানিসাগর ফরেস্ট দপ্তরে।পানিসাগর 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ফরেস্ট দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে সাপটিকে সনাক্ত করে এবং এটি একটি বিরল প্রজাতির কিং কোবরা বলে জানিয়েছেন।পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ উওর জেলার কদমতলা থেকে স্নেক্স হেভার কাজল  নাথ কে নিয়ে এসে সাপটিকে ধরতে সক্ষম হয়।সাপটিকে ধরার সময় অল্প বিস্তর আহত হওয়াতে তাকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে উওর জেলার রৌয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে।সাপটিকে তুলে দেওয়া হয় পানিসাগর 

ফরেস্ট দপ্তরের হাতে।গ্রামীন জনবহুল এলাকায় শীত মরশুমে বিরল প্রজাতির দীর্ঘ নয় ফুট লম্বা  কিং কোবরা সাপটি লোকালয়ে পাওয়াতে এলাকায় চান্চল্য বিরাজ করছে।ধারনা করা হচ্ছে আশপাশ উপজাতি অধ্যুষিত এলাকা গুলোতে বনধ্বংসের কারনে শীতের প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে লোকালয়ে এসে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu