২৩ নভেম্বর
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়ার অন্যতম প্রাচীন বিদ্যালয় গুলির মধ্যে একটি সারদাময়ী বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন স্কুল বিল্ডিং
নির্মাণের জন্য মঙ্গলবার জায়গা পরিদর্শনে এলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। উল্লেখ্য থাকে,, তেলিয়ামুড়ার অন্যতম প্রাচীন বিদ্যালয় গুলির মধ্যে একটি শান্তিনগর স্থিত সারদাময়ী বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এই বিদ্যালয়'টি দীর্ঘদিন ধরেই ভগ্নদশায় চলছিল। এনিয়ে বারবার রাজ্য সরকারকে জানানো হয়েছিল এবং বিধানসভায় এই বিষয়টি তোলা হয়েছিল তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের পক্ষ থেকে। অবশেষে বিধায়িকার দাবিকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই কিছু টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করার জন্য। সেই নতুন ভবনের কাজ "কবে থেকে শুরু হবে, কোথা থেকে শুরু হবে "সে সমস্ত বিষয় খোঁজ খবর করতে সারদাময়ী বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে যান তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়।
সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার। এদিন বিধায়িকা কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে। এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অতি দ্রুতই নতুন ভবনের কাজ শুরু হবে।
0 মন্তব্যসমূহ