রাস্তার বেহাল দশার কারণে বাংলাদেশ থেকে আগত গ‍্যাস বোঝাইকারী গাড়ি দূর্ঘটনার শিকার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৩ নভেম্বর

বুধবার

বক্সনগর প্রতিনিধিঃ এ রাজ‍্যে পথ দূর্ঘটনার খবর নিত্য দিনের সঙ্গী এর থেকে যেমন বাদ যাচ্ছে না ছোট যানবাহন ঠিক তেমনি বাদ যায়নি বড় বড় 

যানবাহনগুলিও,শুধুমাএ শহরের রাস্তা গুলিকে বাদ দিলে মফষ্সল এবং প্রত‍্যন্ত‍ গ্রামীণ এলাকার রাস্তাগুলোর বর্তমানে যা অবস্থা তা সমগ্র রাজ‍্যবাসীতও জানা রয়েছে।আর এই রাস্তাগুলোতে যানবাহন চলাতে গিয়ে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পান্জা দিয়ে  চলতে হচ্ছে চালকদের।যদিও কোথাও কোথাও এই রাস্তা গুলোতে পুরাতনের ছাঁচে নতুনত্বের ঢালাই চলছে আর তাও নাম মাএ।এরফলে অকালেই মৃত‍্যুর কূলে ঢলে পরছে অনেক জীবন ঠিক তেমনি এক অকল্পনীয় দূর্ঘটনা শিকার ওপার বাংলা থেকে ওমেরা গ‍্যাস বোঝাইকারী ট‍্যান্কার।ঘটনার বিবরণে যানা যায় আজ বেলা ২ টার সময় বক্সনগর ব্লক সংলগ্ন বিএসএফ ক‍্যাম্প সংলগ্ন স্থানে খুলনা মেট্রো -ঢ-61-0055 নাম্বারের একটি  ট‍্যাঙ্কার উল্টে যায়।যেটি বাংলাদেশ থেকে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোষ্ট দিয়ে রওনা হয়ে বক্সনগর ও বিশালগড় হয়ে আগরতলা স্থিত আর কে নগর গ‍্যাস কোম্পানিতে 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নিয়ে যাচ্ছিল।কিন্তু রাস্তার অবস্থা জঘণ্য হওয়ার রাস্তার মোড় ঘোরাতে গিয়ে উল্টে যায়।এর ফলে গাড়ির চালক মোহাম্মদ সেলিম (৫২) যার বাড়ি বাংলাদেশের পটুয়াখালী  এবং সহ চালক ফারুক হুসেন যার বাড়ি চট্টগ্রামে এরা দুজনেই গুরতর ভাবে অহত হন। এরপর প্রত‍্যক্ষদর্শীরা তড়িঘড়ি করে গাড়ির সামনের কাচ ভেঙ্গে এদের উদ্ধার করে 

প্রথমে বক্সনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের প্রাথমিক চিকিৎসা সেরে  আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন যদিও  চালক সেলিমের বা হাত ভেঙ্গে যায় এবং শরীরে প্রচন্ড ভাবে আঘাত পান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোর্টে আসেন কলমচৌওড়া থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu