ড্রাগাসক্ত যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১  নভেম্বর

বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ কল্যানপুরে ড্রাগাসক্ত যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।মৃত যুবকের নাম আকাশ দাস (২০) পিতা - পিন্টু দাস বাড়ি - কল্যানপুর 

বাজার কলোনী । দীর্ঘদিন ধরেই আকাশ ড্রাগসের নেশায় নিমজ্জিত থাকতো বলে এলাকাবাসী সহ পরিবারের লোকজন জানায়। যদিও বর্তমানে সে ড্রাগ সেবন করতো না বলে পরিবারের দাবি। 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কিন্তু আজ যে স্হানে তার মৃতদেহ 

উদ্ধার হয় সেখানেই ড্রাগসের সিরিঞ্জ পাওয়া যায়। পেশাগত জীবনে সে কর্মকারের কাজের সাথে যুক্ত ছিল। গতকাল রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায় মাঝে মাঝে সে বাড়ির বাইরে এক প্রতিবেশীর বাড়িতে রাত্রি যাপন করতো।


 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu