লঙ্গাই নদী‌তে মরণ ঝাঁপ দি‌য়ে আহত শ্রমি‌ক‌কে উদ্ধার করল আসামের পাথারকা‌ন্দি পু‌লিশ-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১  নভেম্বর

বুধবার

কদমতলা প্রতিনিধিঃ আসামের লঙ্গাই নদী‌তে মরণ ঝাঁপ দি‌য়ে গুরতর আহত শ্রমিক‌কে উদ্ধার ক‌রল পাথারকা‌ন্দি পু‌লিশ।বর্তমা‌নে তি‌নি শিলচর মে‌ডিক‌্যল ক‌লেজ কাম হস‌পিট‌্যা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

জানা গে‌ছে সোমবার সকা‌লে এলাকার মানুষ যখন ছট পূজা নি‌য়ে ব‌্যস্ত ঠিক তখনই পা‌য়ে হে‌ঁটে বৈঠাখাল বাগানের শ্রমিক তথা তিন সন্তা‌নের জনক মোহন তাঁতী ৪২ নিজ বা‌ড়ি থে‌কে প্রায় ছয় কি:মি দুরব‌র্তি তিনোখাল লঙ্গাই নদীর পাকা সেতু‌তে পৌ‌ছে নদী‌তে মরণ ঝাঁপ দি‌য়ে আত্মহত‌্যার চেষ্টা ক‌রেন।কিন্তু বরাত জো‌রে তি‌নি বেঁচে যান।ত‌বে তার এক‌টি পা ভে‌ঙ্গে গে‌ছে।বিষয়‌টি স্থানীয়‌দের নজ‌রে পড়‌লে তারা খবর‌টি জানান 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পাথারকা‌ন্দি থানায় । এমন খবর পে‌য়ে ত‌ড়িঘ‌ড়ি দলবল নি‌য়ে অকুস্থ‌লে পৌছান পাথারকা‌ন্দি থানার ইন্স‌পেক্টর ও‌সি সমর‌জিৎ বসুমাতা‌রি।প‌রে তি‌নি নি‌জে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় নদী‌তে নে‌মে আহত মোহন‌কে উদ্ধার ক‌রে প্রথ‌মে পাথারকা‌ন্দি প্রাথ‌মিক স্বাস্থ‌্য কে‌ন্দ্রে ভ‌র্তি করান।প‌রে তা‌কে উন্নতমা‌নের 

চি‌কিৎসার জন‌্য ক‌রিমগঞ্জ সি‌ভিল হস‌পিট‌্যা‌লে এ‌্যাম্বু‌লেন্স‌যো‌গে পা‌ঠি‌য়ে দেন স্থানীয় বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল।‌কিন্তু তার অবস্থা সংকটজনক হওয়া‌তে চি‌কিৎসক‌দের পরাম‌র্শে শে‌ষে তা‌কে শিলচর রেফার করা হয়।জানা গে‌ছে মোহন গত দীর্ঘদিন ধ‌রে মান‌সিক অবসা‌দে ভোগ‌ছি‌লেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu