সবুজ ত্রিপুরা
১ নভেম্বর
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ ৩১ শে অক্টোবর রাত্রিতে উত্তর জেলার পানিসাগর স্থিত আর,সি,পি,ই, গ্রাউন্ডে অনুষ্টিত হয় পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত রাজ্য তথা উত্তর জেলার ঐতিহ্যবাহী
নৈশ কালীন অটলবিহারি বাজপেয়ী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর মেগা ফাইনাল খেলা।প্রদিপ জ্বালিয়ে উক্ত খেলার শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস।এছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন উওর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস,পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সন্জয় দাস,ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস,পানিসাগর নগর পন্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস,ভাইস চেয়ারম্যান ধনন্জয় দেব নাথ,বিশিষ্ট সমাজসেবি ধনন্জয় দাস এবং নিরুপম দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।খেলার শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মাঠে উপস্থিত অগনিত ক্রিড়া প্রেমী থেকে শুরু করে খেলোয়ারগন সন্মাননা প্রদর্শন করেন।পাশাপাশি অনুষ্টিত হয় স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক পরিবেশনা সহ যোগা প্রদর্শনী।নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের শুরুতেই রাজ্যের খ্যাতনামা মহিলা ফুটবল দল রাঙ্গলং এফ,সি,নোয়াগাং বনাম এিপুরা স্পোর্টর্স স্কুল পানিসাগর এর মহিলা ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়।পরবর্তীতে টান টান উওেজনার মধ্যদিয়ে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
দীর্ঘ দুই মাস ব্যাপী ক্রীড়া যজ্ঞের অন্তিত তথা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে অংশ গ্রহন করেন উওর জেলার ওয়েষ্ট দামছড়া স্পোর্টিং ক্লাব বনাম ভূমতাথসান্না ক্লাব।নির্ধারিত নব্বই মিনিটের খেলার প্রথমার্ধে দু দলই কোন গোল করতে সক্ষম হয়নি বরং মাঠে ক্রিড়া সুলভ নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারনে ওয়েষ্ট দামছড়া স্পোর্টিং ক্লাবের ৬নং জার্সি জাকা খেলোয়ারকে রেড কার্ড দেখতে হয়।খেলার দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্য দিয়ে নির্ধারিত সময় উত্তীর্ণ হলে খেলাটি গড়ায় ট্রাইবেকারে।মাঠে উপস্থিত অগনিত দর্শক শ্রোতাদের হ্রিদস্পন্দন স্তব্ধকরে ট্রাইবেকারের অন্তিম পর্যায়ে ভূমতাথসান্না ক্লাব অপ্রত্যাশিত জয় ছিনিয়ে নেয় ৭-৮ গোলে।খেলাটি পরিচালনা
করেন তাপস দেব নাথ,তপন নাথ,বিধান দাস,সুপায়ন নাথ এবং সন্জয় দাস।দীর্ঘ দুই মাস ব্যাপী খেলার সমাপ্তি লগ্নে মহিলা ফুটবল দল দিগকে পুরুস্কৃত করা হয়।পাশাপাশি মেগা ফাইনাল খেলায় রানার্স দলকে নগদ এক লক্ষ টাকা সমেত ট্রফি প্রদান করা হয় এবং চেম্পিয়ান দল কে নগদ দুই লক্ষ টাকা সমেত ট্রফি প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ