বাংলাদেশের ছেলে আর জে অপুর সফলতার কাহিনী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৩ নভেম্বর

বুধবার

নিজেস্ব প্রতিনিধিঃ সংবাদ জগতে কাজ করা মানে নিজের ভেতরের প্রতিভাকে জনসম্মুখ  উপস্থাপন করা।আর সংবাদ জগতের কাজটিকে সফলতা অর্জন করে গত কয়েক বছরে অনবদ্য সঞ্চালনা করে 

সংস্কৃত অঙ্গনে আলোচনায় এসেছেন “অভিজিত বণিক অপু”,যাকে সবাই আর জে অপু নামেই চেনেন। যিনি শুধু সঞ্চালনাই নয়, করোনাকালীন দুঃসময়কে উপেক্ষা করে নিয়মিত খবর সংগ্রহ করে সমাজের প্রতি নিজের দায়িত্বকে  উপস্থাপন করেন জন সম্মুখে। তাছাড়াও তিনি করোনা কালীন সময়ে জনগণের মনোবল বাড়ানোর জন্য বাংলাদেশ ও ভারতের বিভিন্ন টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়াতে দর্শকদের সামনে লাইভে এসে গান ও সময় কাটিয়েছেন।  তিনি  রিলাকস রেডিও বাংলা রেডিও চ্যানেলে নিয়মিত সংবাদ পাঠ করেন তিনি । তাছাড়াও তিনি সংগীতশিল্পী হিসেবে বাংলাদেশ বেতারে নিয়মিত গান করেন। বছর জুড়েই যার রেডিও শো দর্শকদের মাতিয়ে রেখেছে নিয়মিত, তার সঞ্চালনায় রিলাকস রেডিও বাংলায় প্রতি বৃহস্পতিবার রাত ১১ টায় প্রচারিত হচ্ছে ভূতচক্র যা দর্শক শ্রোতাদের মন কেড়ে নে এই কয়দিনে । 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আর জে অপু রিলাকস রেডিও বাংলাতে প্রোগ্রাম প্রডিউসার এবং হেড অব মার্কেটিং নিয়ে কাজ করছেন। তিনি একজন আর জে হিসেবেও বেশ আলোচিত শ্রোতাদের মাঝে। উনার এই সাফল্যর বিষয় জানতে চাইলে তিনি বলেন,সব মিলেয়ে অনেক কষ্ট হয়েছে,অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে, কষ্টটাকে কষ্ট মনে হয়নি,

যখন দর্শক আমার কাজগুলোকে ভালোবেসেছেন। বিভিন্ন জায়গা থেকে সাড়া পেয়েছি,এটাই আমার বড় অনুপ্রেরণা। তিনি সংগীতশিল্পী হিসাবে যা বললেন – আমি সেই অর্থে বড় কোনো শিল্পী নই,তবুও সাপোর্ট পাচ্ছি, সবসময় চেষ্টা করে যাচ্ছি নিজের ভালো কিছু কাজ দর্শকদের সামনে নিয়ে আসার। এমন ভালোবাসা পেলে আমৃত্যু এ পেশাকে নিজে নিয়োজিত রাখতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu