ভোটার তালিকায় নাম সংশোধন কালে উপপ্রধান ও নেতাদের বাধা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩০ নভেম্বর

বুধবার

বক্সনগর প্রতিনিধিঃ ভোটার তালিকায় নাম সংশোধন কালে শাসক দলের নেতৃত্বের দ্বারা বাধাপ্রাপ্ত হলেন দুই সাধারণ ভোটার এবং ছিঁড়ে ফেলে দেওয়া হয় তাদের ভোটার তালিকার ফর্ম। 

ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার দুপুরে বক্সনগর তহশীল অফিসে বিধানসভা কেন্দ্রের কয়েকটি বুথের ভোটার তালিকা সংশোধনের দিন ধার্য করা ছিল এবং সেই মোতাবেক বিধানসভা কেন্দ্রের ১৩ নং বুথের দুই ভোটার যথাক্রমে ফিরোজ মিয়া এবং শিউলি বেগম তাদের ভোটার তালিকায় নাম সংশোধন করতে আসলে আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিক মিয়া এবং শাসক দলের নেতা তপন ঘোষ অফিসে ঢুকে উপস্থিত অফিস কর্মী সহ আধিকারিকদের সামনেই সেই দুই ভোটারের ফর্ম ছিড়ে ফেলে দেয়। ফলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে তহশীল চত্বর এলাকায়। এমন ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে হাজির হয় তিপরা মথা দলের জেলা নেতৃত্ব নরেন্দ্র দেববর্মা সহ স্থানীয় নেতা আবু খায়ের, আমিন শাঁ সহ অন‍্যান‍্যরা। পাশাপাশি প্রধান বিরোধী দল সিপিআই(এম) থেকে উপস্থিত হলেন এলাকার বিধায়ক সহিদ চৌধুরী সহ বিভাগীয় নেতৃত্ব খুরশেদের রহমান, আমির হোসেন সহ অন‍্যান‍্যরা। এলাকার বিধায়ক সহীদ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে অফিসে কর্মরত থাকা আধিকারিক সহ অফিস কর্মীদের ঘটনা সম্পর্কে জিঙ্গাসা করেন এবং তাদের 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কাছ থেকে ঘটনার বিস্তারিত জানেন। পাশাপাশি শাসক নেতৃত্বের এমন ঘটনার নিন্দা জানিয়ে হেয়ারিংয়ের দায়িত্বে থাকা আধিকারিককে প্রশাসনিক আইনানুগ ব‍্যবস্থা নেওয়ার জন‍্য বলেন। যদিও পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে প্রচুর লোক সমাগম ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশন্কায় স্থানীয় কলমচৌড়া থানা প্রশাসনের তরফেও দৌড়ঝাঁপ দেখা যায়।তবে অফিস কর্মীসহ আধিকারিকদের উপস্থিতি থাকা সত্ত্বেও শাসকদলের নেতৃত্বদের এমন ঘটনায় বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়তে হয় অফিস কর্মীসহ আধিকারিকদের। যদিও

পরবর্তীতে বিরোধী দলের চাপে পড়ে গোটা ঘটনার বিবরণ জানিয়ে স্থানীয় কলমচৌরা থানায় দুই নেতা যথাক্রমে রফিকুল ইসলাম এবং তপন ঘোষের বিরুদ্ধে মামলা করা হয়। তবে এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী কাজে নিযুক্ত অফিস কর্মী থেকে শুরু করে আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্বচ্ছতার বিষয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu