পরস্ত্রী নিয়ে পালালো শাসকদলীয় প্রধান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৫ নভেম্বর

শনিবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর মহকুমায় একের পর এক বধূ নির্যাতন সহ গৃহবধূ ধর্ষিতার মতো ন্যাক্কারজনক ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় পরস্ত্রী নিয়ে পালালো 

শাসকদলীয় প্রধান।ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েত এলাকায়।এমনটাই অভিযোগ করেন পরকীয়ায় পালিয়ে যাওয়া গৃহবধূর নির্যাতিতা স্বামী।ঘটনার বিবরণে জানা যায় যে,অগ্নিপাশা তিন নং ওয়ার্ডের বাসিন্দা তথা বর্তমান শাসক দলীয় অগ্নিপাশা গ্রাম পন্চায়েত প্রধান অরুন দেব নাথ এর একমাএ পুএ অমলেন্দু দেব নাথ বিগত ২৫ শে অক্টোবরে একই গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা পেষায় গাড়ি চালক নিব্রত দেব নাথ এর স্ত্রী রুপা দেব নাথ এর সহিত পরখিয়ায় আবদ্ধ হয়ে রুপার সাত বর্ষিয়া কন্যাকে অন্যএ রেখে পালিয়ে যায়।এই নিয়ে বহিরাজ্যে থাকা স্বামী নিব্রত বাবু ঘটনার তিন দিন পর খবর পেয়ে বাড়িতে আসে এবং ধর্মনগর কোর্টে স্ত্রী ও নাগর অমলেন্দুর বিরুদ্ধে মামলা রুজু করেন।এই নিয়ে যদিও বিগত প্রায় দুই বৎসর যাবৎ অমলেন্দু ও তার স্ত্রী সুমিএা দেব নাথ এর মধ্যে পারিবারিক মতানৈক্য সহ নির্যাতন চলছিলো।বিগত ১৮ ই অক্টোবরে স্ত্রী সুমিএাকে বেধরক মারদোর করে স্বামী অমলেন্দু 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বাড়ি থেকে তাড়িয়ে দিলে সুমিএা পাশ্ববর্তী বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।পরবর্তীতে কুমারঘাট স্হিত বাবার বাড়িতে খবর পাটালে বাবার বাড়ির লোকজন ছুটে আসে এবং আহত অবস্হায় সুমিএাকে নিয়ে যায় তাদের বাড়িতে।এই দিনই অভিযুক্ত অমলেন্দুর বিরুদ্ধে মামলা রুজু করে পানিসাগর থানাতে।এলাকাবাসীদের দেওয়া তথ্যে জানা গেছে অমলেন্দু এবং রুপার মধ্যে পরিখিয়া  সম্পর্ক প্রায় দুই বৎসর যাবৎ ধরে চললেও এলাকাবাসীরা লোক লজ্জার ভয়ে বিষয়টিকে লোকালয়ে নিয়ে না আসলেও বার কয়েক অমলেন্দু কে রুপার স্বামীর অনুপস্থিতির সুযোগে হাতেনাতে আটক করে সতর্ক করা সত্বেও অমলেন্দু শাসক দলীয় তকমায় এরিয়ে গেছে।জানাগেছে অমলেন্দুর একটি কন্যা এবং একটি ছেলে সন্তান রয়েছে।অমলেন্দু বাবা মায়ের আসকারা পেয়ে সুমিএার উপর যখন তখন শারিরীক ও মানুসিক নির্যাতন করলেও এরা বিন্দুমাত্র আপতি করেনি,বরং ইন্ধন যোগীয়ে যেত বলে সুমিএা অভিযোগ করেন।অপরদিকে রুপার স্বামী অভিযোগ করেন ওর স্ত্রী রুপা স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অমলেন্দুর সাথে পরখিয়ায় আবদ্ধ হয়ে টুকটুক কিনার দেড় লক্ষ টাকা,প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার একটি গ্যাস ভর্তি সিলিন্ডার সহ ঘরের মুল্যবান আসবাব পএ নিয়ে পালিয়ে যায়।এই নিয়ে কোর্টে এবং পানিসাগর থানায় মামলা রুজু করা সত্বেও কোন এক অজ্ঞাত কারনে পানিসাগর থানার পুলিশ নিস্ক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।নির্যাতিতা সুমিএা অভিযোগ করেন শাসক দলীয় পঞ্চায়েত প্রধান হওয়া সত্বেও সুশাসনের পরিবর্তে 

স্ত্রীর প্রতি এই ধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটালেও একটি বারের জন্যও শাসক দলীয় নেতৃত্বারা বিষয়টি নিয়ে কোন ধরনের কর্ণপাত করেনি।নির্যাতিত সুমিএা এখন নিরাশায় দিন যাপন করছে।সুমিএা জানান তিনি এখন মহিলা কমিশনের স্মরনাপন্ন হবে এবং সঠিক বিধানের আর্জি জানাবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu