সমাজ দ্রোহী কতৃক রাতের অন্ধকারে আক্রমণের শিকার ষাটোর্ধ এক বৃদ্ধ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৫ নভেম্বর

শনিবার

পানিসাগর প্রতিনিধিঃ কুখ্যাত সমাজ দ্রোহী কতৃক রাতের অন্ধকারে আক্রমণের শিকার ষাটোর্ধ এক বৃদ্ধ।ঘটনাটি ঘটে উওর জেলার 

পানিসাগর মহকুমার অন্তর্গত রৌয়া গ্রাম পন্চায়েতের দুই নং ওয়ার্ডে।ঘটনার বিবরনে যানা যায় যে,রৌয়া কলোনি সার্বজনীন কালী পুজা কমিটির উদ্দ্যোগে পূজা সম্পন্নের পরবর্তীতে হিসেব নিকেশ সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার রাএিতে  এলাকারই অখিল মালাকারের দোকানে বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠক শেষে রাএি আনুমানিক দশটা নাগাদ দুই নং ওয়ার্ডের বাসিন্দা নিরন্জন মালাকার বাড়িতে ফিরার পথে ওনার পিছন দিক থেকে এসে ওর হাতে,পায়ে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এলাকারই কুখ্যাত সমাজ দ্রোহী মৃত লনী দেব নাথ এর পুএ রাখাল দেব নাথ।দুষ্কৃতিকারীর আক্রমণে আহত নিরন্জন প্রান বাঁচাতে গিয়ে উটে পাশ্ববর্তী জ্যোতিষ দাস এর বাড়িতে।জ্যোতিষ দাস এর পরিবারের লোকজন নিরন্জনের রক্তাক্ত অবস্থা দেখে তড়িঘড়ি খবর পাটায় নিরন্জনের বাড়িতে।খবর পেয়ে ওর দুই পুএ ছুটে এসে তাকে নিয়ে যায় তিলথৈ হাসপাতালে।হাসপতালের চিকিৎসক গন তাকে চিকিৎসা করে উন্নত চিকিৎসার 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

জন্য অন্যএ নিয়ে যেতে পরামর্শ প্রদান করে।পরদিন হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় নিরন্জনের স্ত্রী আরতি মালাকার অভিযুক্ত দুষ্কিতি রাখালের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।জানা গেছে অভিযুক্ত রাখালের বিরুদ্ধে পানিসাগর থানায় একাদিক মামলা রয়েছে।বিগত কিছুদিন পুর্বেও পানিসাগর এলাকার পরস্ত্রী কে নিয়ে ফস্কিনস্কি করতে গিয়ে ঐ এলাকার প্রধান, 

মেম্বার সহ এলাকাবাসীদের হাতে ধুলাই খেয়ে পানিসাগর থানাতে হাজত বাস করে।এই নিয়ে এখনো মামলা চলছে আদালতে।এরই মধ্যে পুনরায় ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ কে আক্রমণের বিষয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে।এখন দেখার বিষয় হলো অভিযুক্তের বিরুদ্ধে পানিসাগর থানার পুলিশ কি ভুমিকা গ্রহণ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu