মিজোরামে ভয়াবহ ভু‌মিধ‌সে নি‌খোজ প‌নে‌রো শ্রমিক,এলাকা জু‌ড়ে চাঞ্চল‌্য,উদ্ধার কা‌জে নামা‌নো হল পাঁচ‌টি এ‌স্কে‌ভেটর-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৫ নভেম্বর

মঙ্গল বার

কদমতলা প্রতিনিধিঃ মি‌জোরা‌মের পাথর খাদানে ভয়াবহ ভু‌মিধ‌সে খাদানের ভিতরে আটকে পড়েছেন প্রায় প‌নে‌রো জন শ্রমিক।তারা বেঁচে আ‌ছেন না‌কি মৃত তা এই মুহু‌র্ত্বে কেহই হলফ ক‌রে বল‌তে 

পার‌ছেন না।ত‌বে দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা । সূত্রের খবর দক্ষিণ মিজোরামের নাহথিয়াল জেলার মাউদারোতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা‌টি ঘটেছে। সেখানের কর্তব‌্যরত ABCI Infrastrcuture Pvt. Ltd সংস্থার তাঁবুর পা‌শে ধস না‌মে।সোমবার দুপুরে খাওয়া দাওয়ার পর

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ফের কা‌জে যাবার প‌থে আচমকা ভু‌মি ধ‌সের ঘটনা ঘ‌টে।এ‌তে প্রায় প‌নে‌রো জন শ্রমিক ভু‌মি ধ‌সে আটকা পড়ার খবর পাওয়া গে‌ছে।ঘটনার পর লা‌গোয়া লেইতে এবং নাহথিয়াল ব‌স্তি থেকে স্বেচ্ছাসেবকরা অকুস্থ‌লে পৌ‌ছে উদ্ধা‌রের কা‌জে প্রশাসন‌কে সহায়তার হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন।‌কিন্তু ভু‌মি ধ‌সে উচু পাহাড় থে‌কে প্রচুর প‌রিমান মা‌টি ও পাথর নেমে আসায় উদ্ধার কাজে রীতিমত বেগ পেতে হচ্ছে প্রশাসন সহ স্থানীয়‌দের।

পাঁচ‌টি এস্কে‌ভেটর কা‌জে লাগা‌নো হ‌লেও এ সংবাদ সংগ্রহ পর্যন্ত কাউ‌কে উদ্ধা‌রের খবর পাওয়া যায়‌নি।বর্তমা‌ন জ‌টিল প‌রি‌স্থি‌তি থে‌কে রক্ষা পে‌তে স্পেশাল টাস্ক ফোর্স সহ এস‌ডিআরএফ ও এন‌ডিআরএফ‌কে অক‌ুস্থ‌লে ডে‌কে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu