লরি বোঝাই গাঁজা আটক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৫ নভেম্বর

মঙ্গল বার

কদমতলা প্রতিনিধিঃ ফের ত্রিপুরা পুলিশের তৎপরতায় গাঁজা বোঝাই লরি আটক করতে সক্ষম হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টা নাগাদ  

চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে প্রবেশ করতেই WB59B 3256 নম্বরের ১২ চাকার খালি লরিটি সন্দেহজনক ভাবে আটক করে চুরাইবাড়ী থানার পুলিশ গাড়ী  তল্লাশি করেন। তখন গাড়ির কেবিনে থাকা ছোট বড় মোট ৮৪ টি পকেটে থাকা গাঁজা গুলি জব্দ করা হয়। পরে তার ওজন পরিমাপ করে দেখা যায় ৫৬০ কেজি শুকনো গাঁজা। যার কালোবাজারি মূল্য প্রায় ষাট লক্ষাধিক টাকা বলে জানান মহকুমা পুলিশ অধিকারী 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

দেবাশীষ সাহা । অবশ্য এই গাঁজা পাচার কাণ্ডে চালক ও সহচালককে পাকড়াও করা হয়েছে। ধৃতরা হলো ফুলশাদ শেখ , বাবা মৃত জাকির শেখ ও সহ চালক  সুজন শেখ ২৬ বাবা রেজাউল শেখ । 

দুজনেরই বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর এলাকার। ধৃতরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে, তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে আগামী কাল আদালতে প্রেরণ করা হবে। এদিকে ধৃতরা জানায় আগরতলা থেকে এই গাঁজা বোঝাই লরিটি অসামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu