সবুজ ত্রিপুরা
২৩ নভেম্বর
বুধবার
বক্সনগর প্রতিনিধিঃ সময় মত শিক্ষক না আসার কারণে বক্সনগর আই টি আই কলেজের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ তলা নিতে গিয়ে পৌঁছেছে।
বেলা বারোটা বাজলেও এখনো কিন্তু শিক্ষকের দেখা নেই। ড্রাইভিং এর ছাত্রছাত্রীরা কলেজে থাকলেও কিন্তু দেখা যাচ্ছে না ড্রাইভিং মাস্টারকে ,ট্রেস মেকিং কক্ষা থাকলেও তার দরজা খোলার প্রয়োজন বোধ মনে করেননি স্কুল কর্তৃপক্ষ। শিক্ষিকা মৌমিতা আচার্যী উনার নিজের ব্যস্ততা দেখিয়ে ড্রেস মেকিংরুমে দজ্জাও
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তালা বদ্ধ করে রেখে দিয়েছে। এই অব্যবস্থাপনার কথা কলেজের কর্মকর্তার কাছে জানতে চায় তখন তিনি উনার আওতার বাইরে কিছু বলতে পারবেন না বলে জানিয়ে দিলেন কিন্তু কলেজের এই অব্যবস্থাপনার
মূল দায়ী হিসেবে অনেকেই কলেজের প্রিন্সিপাল রাহুল ঘোষের অবহেলিত মনোভাবের কারণ হিসেবেই গণ্য করছেন।সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও বক্সনগর আইটি কলেজের এই অব্যবস্থার কারণে আজ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে নেমে আসছে হতাশার ছায়া।
0 মন্তব্যসমূহ