শাসক দলীয় নেশাকারবারী চুনপুটি নেতার বাড়িতে পুলিশের হানা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৫ নভেম্বর

শনিবার

বক্সনগর প্রতিনিধিঃ বর্তমান সময়ে সমগ্র ত্রিপুরা রাজ্যের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটি রয়েছে বিভিন্ন নেশা কারবারিদের আস্ফালন আর এদের খপ্পরে পরে খুব অল্পেতেই নিজেদের জীবন বিপন্নর মুখে দার  করাচ্ছে যুবসমাজ।আর এর থেকে 

বাদ যায়নি বক্সনগর এলাকার কলমচৌড়া থানা এলাকার  বিভিন্ন অলিগলি।ঘটনার বিবরণে জানা যায় কলমচৌড়া থানার এলাকা এমনিতেই চোড়া কারবাড়ি, রোহিঙ্গা পাচার থেকে শুরু করে গাঁজা সাম্রাজ্যে পরিনত হয়েছে।আর এর সাথে বছর ৩-৪ ধরে ইয়াবা সেবনকারী এবং কৌট্টা সেবনকারীদের সংখ্যা দিন দিন নিয়ন্ত্রণাধীন হারি বৃদ্ধি পাচ্ছে।আর এই ব্যবসার সাথে জড়িত রয়েছে বিভিন্ন অসাধু কারবারিরা।আজ রোজ শুক্রবার বেলা দুপুর গড়ানোর সাথে সাথে কলমচৌরা থানার এস আই শম্ভুনাথ লুধ কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাথানবাড়ী ওয়ার্ডের বাসিন্দা মফিজ মিয়ার ছেলে তথা বর্তমান শাসকদলের চুনুপুটি নেতার বাড়িতে হানা দেয়,জানা যায় এর ছোট ভাই রাকীবুল হোসেন এর বাড়িতে ছোট টং ঘর তৈরি করে তার ভেতরেই ইয়াবা ট্যাবলেট এবং কৌটা করে বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করতো।

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এদের গরের সাথেই রয়েছে কলসীমুড়া সমাজ শিক্ষা কেন্দ্র এবং নগর উচ্চ বিদ‍্যালয়।আজকের এই অভিযানে এদের বাড়ি থেকে  TR07F4643 এবং TR01A 07768 এই নম্বরের দুটো মোটরসাইকেল উদ্ধার করে কলমচৌরা থানায় নিয়ে আসেন।যদিও বাইক পাকরাও করতে সম্ভব হলেও কোনো নেশ সেবনকারী এবং নেশা কার বাড়িকে ধরতে পুলিশ  সক্ষম হননি, এরা পুলিশের আচ পেতেই বাড়ি থেকে পালিয়ে যায়।তবে জানা যায় এই নেশা কারবার পরিচালনা করছেন রবিউল হোসেনের ছোট ভাই রাকিবুল হাসান এলাকাবাসী দীর্ঘদিন ধরে এদেরকে বুঝানোর চেষ্টা করছিল কিন্তু কে শুনে কার কথা উনি যে আবার বিজেপি চুনুপুটি নেতার ভাই ক্ষমতার বড়াই দেখিয়ে 

এভাবেই দিনের পর দিন ওরা চালিয়ে যাচ্ছিল নেশার বাণিজ্য তবে এদিনের এই অভিজানে এলাকায় অনেকটা সুস্থির নিঃশ্বাস পড়ে এলাকাবাসীর অভিমত এসব নেশা কারবারীদের অতি তাড়াতাড়ি পুলিশ যেন তাদের জালে তুলে এলাকার যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu