অটল বিহারী বাজপেয়ী ফুটবল রোমিও-‌র গোলে চ্যাম্পিয়ন নালিবাড়ি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৫ নভেম্বর

মঙ্গল বার

নিজেস্ব প্রতিনিধিঃ দুরন্ত ফাইনাল ম্যাচ। তাতে খেতাব জয় করলো নালিবাড়ি। নূণ্যতম গোলে পরাজিত করলো কোটামনি আয়োময় ক্লাবকে। 

নাগরা ফুটবল সংস্থা আয়োজিত অটল বিহারী বাজপেয়ী ফুটবল প্রতিযোগিতায়। নাগরা মাঠে অনুষ্ঠিত ফাইনালে কয়েক হাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলের ফুটবলাররা শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা ছিলো শুরু থেকেই। দুদলই বেশ কয়েকটি সুযোগ তৈরী করলেও বিপক্ষের রক্ষণভাগকে তেমনভাবে বোকা বানাতে পারেনি। ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে রোমিও-‌র দেওয়া দুরন্ত গোলে এগিয়ে যায় নালিবাড়ি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য আয়োময় ক্লাবের ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও তেমন সুফল পায়নি। শেষ পর্যন্ত রোমিও-‌র গোলে বাজিমাৎ করলো 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নালিবাড়ি। খেলা পরিচালনা করেন মৃণাল কান্তি দাস। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। 

তিনি চ্যাম্পিয়ন দলের হাতে স্কুটির চাবে তুলে দেন। ওই স্কুটিটি স্পনসর করেন খোদ বিধায়ক। রানার্স দলের হাতে ৪২ ইঞ্চি টি ভি তুলে দেওয়া হয়। ফাইনাল ম্যাচের সেরা রোমিও এবং আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ভেঙ্গা। ফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu