১৫ নভেম্বর
মঙ্গল বার
পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর পুরাতন নগর পঞ্চায়েত কার্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পন্চায়েতের সহায়তায় সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেবলাপমেন্ট
এর পরিচালনায় ছয় দিবসিয় স্কিল ডেবলাপমেন্ট বিশেষত নগর এলাকার মোট আটারোটি স্বসয়াহয় দলের মেট ৩১ জন মহিলাদের নিয়ে ফাইল কাভার ও এনভেলাপ তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়।উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয় বিগত আটই নভেম্বর থেকে আজ ১৪ই নভেম্বর পর্যন্ত।ছয় দিবসিয় কর্মশালার সমাপ্তি লগ্নের অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার দিবাকর জমাতিয়া মহাশয়।তৎসঙ্গে উপস্থিত ছিলেন সফেদ এর সিনিয়র ফেকাল্টি বাবুল দেব নাথ,আই,টি,আই,রোড আগরতলা ইন্দ্রনগর।সফেদ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনি রাম রবিদাস,আগরতলা থেকে আগত সফেদ এর মাস্টার ট্রেইনার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
অংকিতা সিনহা মহুদয়া সহ এিপুরা আরবান লেভলিহুড মিশন এর বিশিষ্ট কর্মকর্তাগন।উক্ত ছয় দিবসিয় প্রশিক্ষণ কর্মশালায় নিপুনতার সহিত হাতে কলমে স্কিল প্রদান করা হয়।সফেদ এর পক্ষ থেকে সারাটি বৎসর যাবৎ রাজ্যের কোথাও না কোথাও নগর কিংবা গ্রাম গুলিতে স্বসহায়ক দলের মহিলাদের আরও আত্মনির্ভর করে তোলার প্রয়াস জারি রেখে চলেছেন।বিগত দিনগুলোতেও পানিসাগর নগর পঞ্চায়েতে এই ধরনের আত্মনির্ভরশীলতার উপর বিশেষ প্রশিক্ষন প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে উপস্থিত আধিকারিকদের হাত ধরে প্রশিক্ষনার্থীদের হাতে সংশাপএ তুলে দেওয়া হয়।পাশাপাশি ছয়দিবসিয় স্কিল প্রশিক্ষণের সুবিধা ভোগী স্বসহায়ক দলের মহিলাদের সাথে তাদের প্রশিক্ষণের অভিজ্ঞতা সহ মূল্যায়ন নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের মতবিনিময় করা হয়।
0 মন্তব্যসমূহ