সবুজ ত্রিপুরা
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বাজারে সুগন্ধি এলাচি লেবু ক্রয় করতে গিয়ে হাত পুড়ছে ক্রেতা সাধারনের। কারণ, বাজারে সুগন্ধি এলাচি লেবুর দাম যে অগ্নিশর্মা। এলাচি লেবু বাজারে চড়া দামের নেপথ্যে রয়েছে
অফসিজনে লেবুর তুলনামূলক ফলন কম।উল্লেখ্য থাকে, তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকার সুগন্ধি এলাচি লেবুর রাজ্যের পাশাপাশি বহিঃরাজ্যে যথেষ্ট সুনাম রয়েছে। বিশেষ করে হওয়াইবাড়ি এলাকার বিস্তীর্ণ টিলাভূমি গুলিতে এলাকার মানুষজন দীর্ঘ বছরের পর বছর ধরে সুগন্ধি লেবু চাষ করে আসছে । সবচেয়ে বড়ো আশ্চর্যের ব্যাপার হল এই লেবু চাষ জলের তেমন কোন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
প্রয়োজন হয় না। বৃষ্টির জলেই লেবু গাছগুলো তাদের জল চাহিদা মিটিয়ে নেয়। এই লেবু চাষে প্রয়োজন কেবল গাছগুলো পরিচর্চা করা। তবে হাওয়াই বাড়ি এলাকার এক লেবু চাষির সঙ্গে কথাপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে লেবুর অফ সিজন চলছে, তাই লেবুর ফলন তুলনামূলক কম। ফলে বাজারে লেবুর দাম অগ্নিশর্মা। তাছাড়া লেবু চাষি সুরেশ দাস জানায়,, তাছাড়া উনারা লেবু পাইকারি বাজারে বিক্রি করেন ৩৫০ থেকে ৫০০ টাকা
দরে (প্রতি ১০০টি লেবু)। কিন্তু খুচরা বাজারে সুগন্ধি এলাচি লেবু বিক্রি হচ্ছে চড়া দামে,যা সাধারণ ক্রেতাদের লেবু ক্রয় করতে গিয়ে বর্তমানে হাত পুড়ছে। তবে ভোজন রসিক বাঙ্গালীদের পাত লেবু ছাড়া যে অসম্পূর্ণ থেকে যায়, তাই যতই দাম হোক না কেন লেবু ছাড়া ভোজন রসিক বাঙ্গালীদের ভোজন চিন্তাই করা যায় না।
0 মন্তব্যসমূহ