বার্ন কেলোরি নট ফুয়েল- এই উদ্যোগ কে সামনে রেখে পায়ে হেঁটে ২৮ রাজ্য সফরে দুই যুবক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৪  অক্টোবর

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ বার্ন কেলোরি নট ফুয়েল এই অভিনব উদ্যোগ কে সামনে রেখে ছত্রিশগড় রায়পুরের এক যুবক এবং উত্তর প্রদেশের আরেক জন যুবক তারা দুই জন এক সঙ্গে ভারতবর্ষের ২৮ টি 

রাজ্য পায়ে হেঁটে ভ্রমণ করতে বের হয় গত ৭/১০/২০২১ তারিখে। দুই যুবকের নাম,  সৌরভ দেবাঙ্গণ এবং অজিতেশ শর্মা। এক বছর থেকে তাদের পায়ে হেঁটে রাজ্য থেকে রাজ্যে ভ্রমণ চলছে। বর্তমানে দুই যুবক ৯ রাজ্য ভ্রমণ শেষ করে ত্রিপুরায় এসে পৌঁছেছে। মূলত: তাদের ভ্রমণের মূল উদ্দেশ্য বার্ন কেলোরী নট ফুয়েল। 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এই উদ্দেশ্যকে সামনে রেখে তাদের এই ভ্রমণ। পায়ে হেঁটে ভ্রমন করলে যেমন স্বাস্থের পক্ষে ভালো, টিক তেমনি আমাদের জ্বালানি তেলের অনেক সাশ্রয় হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে এই অভিনব উদ্যোগ গ্রহণ তাদের। ত্রিপুরা ভ্রমণ শেষ করে 

তারা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান। পায়ে হেঁটে ভ্রমণ করার পথে তাদের বিশেষ কোন অসুবিধা হয় নি। ভ্রমণে চলার পথে বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষের উপস্থিতিতে তাদের অনেক উৎসাহ পেয়ে থাকেন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu