সবুজ ত্রিপুরা
শুক্রবার
পানিসাগর প্রতিনিধিঃ বার্ন কেলোরি নট ফুয়েল এই অভিনব উদ্যোগ কে সামনে রেখে ছত্রিশগড় রায়পুরের এক যুবক এবং উত্তর প্রদেশের আরেক জন যুবক তারা দুই জন এক সঙ্গে ভারতবর্ষের ২৮ টি
রাজ্য পায়ে হেঁটে ভ্রমণ করতে বের হয় গত ৭/১০/২০২১ তারিখে। দুই যুবকের নাম, সৌরভ দেবাঙ্গণ এবং অজিতেশ শর্মা। এক বছর থেকে তাদের পায়ে হেঁটে রাজ্য থেকে রাজ্যে ভ্রমণ চলছে। বর্তমানে দুই যুবক ৯ রাজ্য ভ্রমণ শেষ করে ত্রিপুরায় এসে পৌঁছেছে। মূলত: তাদের ভ্রমণের মূল উদ্দেশ্য বার্ন কেলোরী নট ফুয়েল।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এই উদ্দেশ্যকে সামনে রেখে তাদের এই ভ্রমণ। পায়ে হেঁটে ভ্রমন করলে যেমন স্বাস্থের পক্ষে ভালো, টিক তেমনি আমাদের জ্বালানি তেলের অনেক সাশ্রয় হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে এই অভিনব উদ্যোগ গ্রহণ তাদের। ত্রিপুরা ভ্রমণ শেষ করে
তারা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান। পায়ে হেঁটে ভ্রমণ করার পথে তাদের বিশেষ কোন অসুবিধা হয় নি। ভ্রমণে চলার পথে বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষের উপস্থিতিতে তাদের অনেক উৎসাহ পেয়ে থাকেন বলে জানান।
0 মন্তব্যসমূহ