২২ অক্টোবর
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ভগ্নিপতি'র লাঠির আঘাতে গুরুতর আহত শ্যালক,ঘটনা শুক্রবার রাত আনুমানিক ১০ টা নাগাদ তেলিয়ামুড়া থানা এলাকার বাইশঘড়িয়া এলাকায়। এ নিয়ে ভগ্নিপতি জসিম
মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করে শ্যালক শাহজাহান মিয়া। ঘটনার বিবরনে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকার বাসিন্দা জসিম মিয়া প্রায়শই তার স্ত্রী হামেন বেগম'কে মারধোর করে বলে অভিযোগ। শুক্রবার রাতেও এর ব্যাতিক্রম হয়নি, জসিম মিয়া তার স্ত্রী হামেন বেগমকে মারধোর করলে বিষয়টি হামেন বেগম তার ভাই তথা জসিম মিয়ার শ্যালক
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
শাহজাহান মিয়াকে জানালে, শাহজাহান মিয়ার ভগ্নিপতি তথা জসিম মিয়ার বাড়িতে যায়। তখন জসিম মিয়া লাঠি দিয়ে শ্যালক শাহজাহান মিয়ার মাথায় হামলা চালায়। এতে শাহজাহান মিয়ার মাথা ফেটে যায়। তরিঘরি ঘটনাটি প্রত্যক্ষ করে শাহজাহান'কে নিয়ে যাওয়া হয়
তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং সেখানেই প্রাথমিক চিকিৎসা করানো হয় তার। পরে শ্যালক শাহজাহান মিয়া ভগ্নিপতি তথা জসিম মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ লিখিত অভিযোগ হাতে পেয়ে তদন্ত শুরু করেছে।
0 মন্তব্যসমূহ