২২ অক্টোবর
শনিবার
কদমতলা প্রতিনিধিঃ এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চরম উত্তেজনা কদমতলা থানা এলাকায়। পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত ড্রাগস সেবনের কারণেই যুবকের এই মৃত্যু বলে জানা গেছে।
এই ঘটনা কদমতলা থানাধীন বাঘন গ্রামের ৬নং ওয়ার্ডে। এলাকার বাসিন্দা আব্দুল মালিক চৌধুরীর ছেলে জহোর উদ্দিন চৌধুরী(২৩) কর্মসূত্রে ব্যাঙ্গালোরে বসবাস করতো। তার মা জানায় গত মঙ্গলবার অর্থাৎ ১৮ তারিখ ব্যাঙ্গালোর থেকে বাঘনস্তিত নিজ বাড়িতে আসে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সে ঘর থেকে বেরিয়ে যায় অন্যত্র ঘোরানোর উদ্দেশ্যে। অধিক রাত হওয়ায় তার মা তাকে ফোনে না পেয়ে ঘরে শুয়ে পড়েন এবং আজ সকালে উঠে তিনি ওনার বড় ছেলের নব নির্মিত বিল্ডিং এর মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কদমতলা থানায়, ছুটে আসেন থানার ওসি সুশান্ত দেব , মহকুমা পুলিশ আধিকারিক ও ডি সি এম জী দেববর্মা সহ ফরেনসিক
ও ডগ স্কোয়ারদের কর্মীরা। তবে পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত ড্রাগস সেবনের কারণেই তার এই মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে ময়না তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে।
0 মন্তব্যসমূহ